শ্রীনগর থানার ওসিকে পুনর্বহাল দাবি গণ অধিকার পরিষদের
- শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
- ১৪ জানুয়ারি ২০২৫, ০১:২০
জেলার শ্রীনগর থানা থেকে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় থানার ওসি মো: কাইয়ূম উদ্দিন চৌধুরীকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল সোমবার দুপুরে শ্রীনগর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে গণ অধিকার পরিষদ।
জানা যায়, গত শুক্রবার রাতে শ্রীনগর থানা থেকে একটি মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য তরিকুল ইসলামকে ছিনিয়ে নেয় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এ সময় থানার কক্ষ ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। বেশ কয়েকজন পুলিশ আহত হন। পরদিন শনিবার পুলিশ বাদি হয়ে স্থানীয় বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে। রাতে আসামি তরিকুলকে আবার গ্রেফতার করে পুলিশ। এদিন রাতেই শ্রীনগর থানার ওসিকে প্রত্যাহার করে মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইনে রাখা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শ্রীনগর থানা থেকে মামলার এজাহারভুক্ত আসামি ছিনিয়ে নেয়ার ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। সেই সাথে শ্রীনগর থানার ওসি কাইয়ূম উদ্দিন চৌধুরীকে পুনর্বহালের দাবি করেন নেতারা। আওয়ামী লীগ সরকার পতনের ওসি হিসেবে কাইয়ূম উদ্দিন চৌধুরী যোগদানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছিল বলেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ।
শ্রীনগর উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি আহসান হাবিব শ্যামলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদ আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নূর আলম মোল্লা, উপজেলা গণ অধিকার পরিষদের উপদেষ্টা হাজী ইউনুচ মৃধা, সিনিয়র সহ-সভাপতি শেখ মো: ফারুক, সহ-সভাপতি রিপন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: দিদার, মো: সোহাগ শেখ ও মো: রাসেল প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা