১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

চাঁদপুরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

-

অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ায় স্ত্রী লালি বেগমকে (২৫) ছুরিঘাতে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন স্বামী মোস্তফা মিয়া (৪৫)। গতকাল সোমবার চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর শাহারপাড় এলাকায় এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ শাহারপাড় এলাকা থেকে স্ত্রীর লাশ উদ্ধার করে। আহত স্বামীকে আটকের পর প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৯ সালে তাদের বিয়ে হয়। স্ত্রীর পরকীয়ার কারণে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে কলহ দেখা দেয়। এই কারণেই স্ত্রীকে হত্যা করে স্বামী মোস্তফা। লাকী বেগম সারপাড় গ্রামের মৃত নজরুল প্রধানীয়ার মেয়ে। অটোরিকশাচালক মোস্তফা মিয়া কুমিল্লার তিতাস থানার জগতপুর গ্রামের বাসিন্দা। তাদের ৬ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। তারা মতলব শাহারপাড় এলাকায় ভাড়া থাকতেন।
স্বামী মোস্তফা মিয়া বলেন, আমার স্ত্রী মুঠোফোনে ভিডিও কলে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। এতে রাত থেকে তাদের বাগি¦তণ্ডা হয়। সকালে আবার বাগি¦তণ্ডা হলে ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করি। পরে সেই ছুরি দিয়ে নিজের পেটে আঘাত করি।
মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহম্মেদ বলেন, স্ত্রীকে হত্যার পর মোস্তফা নিজেই পেটে ছুরিকাঘাতে আত্মহত্যার চেষ্টা করেন। মোস্তফাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে। এ বিষয়ে হত্যা মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 


আরো সংবাদ



premium cement