১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

বাংলার দিগন্ত সংক্ষিপ্ত সংবাদ

-

লিফলেট বিতরণ
রংপুর ব্যুরো 
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেয়ার দাবিতে রংপুর মহানগরীতে লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গত রোববার বিকেলে মহানগরীর টাউন হল থেকে পায়রা চত্বর পর্যন্ত লিফলেট বিতরণ করা হয়। এ কার্যক্রমে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি, মুখপাত্র নাহিদ হাসান খন্দকার, থযুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন, যুগ্ম সদস্যসচিব রাজিমুজ্জামান হৃদয় প্রমুখ।


বিএনপির মিলনমেলা
 যশোর অফিস
যশোরে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে নিপীড়িতদের নিয়ে এক মিলনমেলার আয়োজন করেছে যশোর নগর ও সদর উপজেলা বিএনপি। স্থানীয় একটি পার্কে অনুষ্ঠিত মিলনমেলায় বক্তব্য দেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এতে উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্যসচিব সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা ও আমন্ত্রিত অতিথিরা।


প্রস্তুতি সভা 
কেশবপুর (যশোর) সংবাদদাতা
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী ও মধুমেলা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলাবিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার জেলা প্রশাসনের আয়োজনে মহাকবির জন্মস্থান সাগরদাঁড়ির মধু মঞ্চে যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, যশোর প্রেস ক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন।
সভায় জেলা প্রশাসক জানান, মহাকবির জন্মবার্ষিকী উপলক্ষে ২৪ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত ৭ দিনব্যাপী এ মধুমেলা চলবে। 
 
শীতবস্ত্র বিতরণ 
 নগরকান্দা (ফরিদপুর ) সংবাদদাতা 
সুইজারল্যান্ডের ডেলমন্ট মিউনিসিপাল করপোরেশনে নির্বাচিত কমিশনার কে এইচ আর (কাজী হাবিবুর রহমান) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আসাদুজ্জামানের আর্থিক সহযোগিতায় নিজ বাড়িতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কে এইচ আর ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি কাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক শওকত আলী শরীফ, সদস্য আবুল বাশার বালা মিয়া, ফিরোজা মেম্বার প্রমুখ। 


দখলমুক্ত তোহা বাজার
 গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
দীর্ঘ ১৭ বছর ধরে পৌরসভা থেকে অবৈধভাবে লিজ নিয়ে কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য অস্থায়ীভাবে বসার স্থান (তোহা বাজার) দখল করে অবৈধভাবে নির্মাণ করা দোকানপাট উচ্ছেদ করেছে বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন। গত রোববার সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেনের নেতৃত্বে টরকী বন্দরের রায়পট্টি থেকে অবৈধভাবে দখল করে নির্মাণ করা আটটি দোকান উচ্ছেদ করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মো: রাজিব হোসেন জানান, পৌরসভা থেকে নেয়া লিজ গত ৩১ ডিসেম্বর মেয়াদ শেষ হওয়ায় প্রান্তিক কৃষকদের কথা ভেবে এ জায়গাটি উন্মুক্ত করা হয়েছে। 


উপশাখা উদ্বোধন 
 সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা 
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার আরাম নগর বাজারে তালুকদার প্লাজায় এনআরবিসি ব্যাংকের ২৪৯তম উপশাখা ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গত রোববার এর উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। নেত্রকোনার এমআরবিসি ব্যাংকের এভিপি ও এরিয়া ইনচার্জ নাহিদুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন আরাম নগর বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম রঞ্জু, জামালপুরের শেরপুর ও টাঙ্গাইলের এরিয়া ইনচার্জ মাহদী হাসান প্রমুখ। 


প্রযুক্তি মেলা 
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের গফরগাঁওয়ে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে ‘জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হবো বিশ্বময়’ এ প্রতিপাদ্যে গত রোববার উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাখারুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন প্রমুখ। মেলায় উপজেলার ১২টি স্কুল, কলেজ ও মাদরাসার স্টল স্থান পেয়েছে।

 


আরো সংবাদ



premium cement