বন্দী বিডিআর সদস্যদের মুক্তি ও চাকরিচ্যুতিদের পুনর্বহাল দাবি
- নয়া দিগন্ত ডেস্ক
- ১৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
তদন্ত কমিশনকে স্বাধীনভাবে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদঘাটনসহ তিন দফা দাবিতে গতকাল রোববার দেশের বিভিন্ন জেলা-উপজেলায় বিডিআর সদস্যদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তাদের দাবির মধ্যে রয়েছে- ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্রের শিকার পিলখানাসহ সারা দেশে চাকরিচ্যুত সব বিডিআর সদস্য ও পরিবারকে পুনর্বাসনপূর্বক চাকরিতে পুনর্বহাল, নির্দোষ বিডিআর সদস্যদের জেল থেকে মুক্তি এবং স্বাধীন তদন্ত কমিশনের মধ্যমে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদঘাটন ও অপরাধীদের শাস্তি নিশ্চিতকরণ।
বগুড়া অফিস জানায়, শহরের জিরোপয়েন্ট সাত মাথায় গতকাল রোববার দুপুরে মানববন্ধন করেছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। ২০০৯ সালের চাকরিচ্যুত সব বিডিআর, জেলবন্দী বিডিআর পরিবার ও বিডিআর কল্যাণ পরিষদ আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন বিডিআরের চাকরিচ্যুত ডিএডি নজরুল ইসলাম, বগুড়া জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক এরশাদুল বারী এরশাদ, বিডিআর কল্যাণ পরিষদের প্রধান সমন্বয়ক জিয়াউল হক জিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল জাবের, সাকিব খান প্রমুখ।
সুনামগঞ্জ প্রতিনিধি জানান, বিডিআর কল্যাণ পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের আলফাত উদ্দিন স্কয়ার (ট্রাফিক) পয়েন্টে গতকাল দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ওই ঘটনায় নিহত ও চাকরি বঞ্চিতদের স্বজনরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন বিডিআর কল্যাণ পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সমন্বয়ক ফরিদ আহমদ, আব্দুল কাদির, বশির আহমদ, প্রভাত দেবনাথ, রমা কান্ত, ফজলে রাব্বী অভি, আব্দুল মান্নান প্রমুখ।
ফরিদপুর প্রতিনিধি জানান, চাকরিতে পুনর্বহালসহ ৩ দফা দাবিতে থফরিদপুরে মানববন্ধন করেছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। গতকাল দুপুর ১২টার দিকে বিডিআর কল্যাণ পরিষদের উদ্যোগে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। পরে তারা থবিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে পেঁৗছে তাদের ৩ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেন।
বিডিআর কল্যাণ পরিষদ ফরিদপুরের আহ্বায়ক সুলতান আহমেদের সভাপতিত্বে এ সময় তৎকালীন বিডিআর সদস্য শহিদুল ইসলাম, নজরুল ইসলাম, আব্দুল মমিন, আব্দুল হান্নান, নান্নু মিয়া, আবুল কালাম আজাদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, গতকাল সকালে বিডিআর কল্যাণ পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন বিডিআরের নায়েব বদরুল আলম, নায়েব জাহাঙ্গীর, সিপাহি আবদুল মান্নান, নায়েব জাহাঙ্গীর, মাসুদ পারভেজসহ বিডিআর সদস্য ও তাদের পরিবারবর্গ।
নীলফামারী প্রতিনিধি জানান, গতকাল রোববার দুপুরে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে চাকরিচ্যুত সব বিডিআর সদস্যদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি অংশ নেন।
চাকরিচ্যুত বিডিআরের হাবিলদার জোবায়দুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সন্তোষ কুমার, আব্দুল আলিম, শামসুজ্জোহা, কাশিমপুর কারাগারে বন্দী জিয়াউর রহমানের স্ত্রী রোজিনা খাতুন ও তার মেয়ে রেবেকা রহমান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোর্শেদ আমান প্রমুখ।
নাটোর প্রতিনিধি জানান, গতকাল দুপুরে শহরের কানাইখালী এলাকায় নাটোর প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বিডিআর কল্যাণ পরিষদের নাটোর জেলা প্রতিনিধি রাজু আহমেদ, বাগাতিপাড়া উপজেলার বিডিআর সদস্য আব্দুর রাজ্জাক, নলডাঙ্গা উপজেলার বিডিআর সদস্য আক্তার হোসেন, লালপুর উপজেলার বিডিআর সদস্য হাসান আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বাায়ক সাদমান প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতে জেলার চাকরিচ্যুত বিডিআর সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অংশ নেন।
খাগড়াছড়ি প্রতিনিধি জানান, গতকাল রোববার দুপুরে খাগড়াছড়ির শাপলা চত্বরে সমন্বয়ক চাকরিচ্যুত সিপাহি নজরুল ইসলামের সঞ্চালনায় হাবিলদার আবুল হোসেন ও হাবিলদার তাহের তাদের দাবি উত্থাপন করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা