০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

সংস্কারের এক বছরেই ভরে গেছে খানাখন্দে

গৌরীপুর-বাঞ্ছারামপুর ভায়া হোমনা আঞ্চলিক সড়কের বেহাল দশা : নয়া দিগন্ত -

খানাখন্দে ভরে গেছে গৌরীপুর-বাঞ্ছারামপুর ভায়া হোমনা আঞ্চলিক সড়কটি। নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে সংস্কার কাজ করায় এক বছর না পেরোতেই সড়কের তিতাস উপজেলা অংশ এখন বেহাল ভগ্নদশায় পরিণত হয়েছে। এতে দুই জেলার পাঁচটি উপজেলার হাজার হাজার যাত্রী প্রতিদিন অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন।
ভঙ্গুর সড়কে প্রতিনিয়ত যাত্রীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। রাতে গাড়ির গতি কম হওয়ায় ডাকাতের উৎপাত বেড়ে গেছে। তারা ছিনিয়ে নিচ্ছে যাত্রীদের সর্বস্ব।
সড়ক ও জনপথের গৌরীপুর আঞ্চলিক অফিস সূত্রে জানা যায়, ২০২২ সালের ৪ অক্টোবর এই সড়কের ১৪ দশমিক ৪০ কিলোমিটার অংশের সংস্কার কাজের জন্য ১২ কোটি ১২ লাখ টাকা বরাদ্দ হয়। কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজ। সংস্কারের সময় এলাকাবাসী ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের সংস্কার কাজ হচ্ছে বলে অভিযোগ আনেন। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান সাবেক সরকারের আনুকূল্যে থাকায় তড়িগড়ি করে নামকাওয়াস্তে সংস্কার কাজ সম্পন্ন করে। ফলে এক বছর না পেরোতেই সড়কজুড়ে ছোট-বড় প্রচুর খানাখন্দের সৃষ্টি হয়। এতে করে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে যানবাহন ও পথচারীরা।
সরেজমিন দেখা গেছে, সড়কের জিয়ারকান্দি সেতুর উত্তর প্রান্ত থেকে শিবপুর পর্যন্ত দেড় কিলোমিটার, গাজীপুর থেকে বাতাকান্দি পর্যন্ত এক কিলোমিটার সড়কের অবস্থা খুবই নাজুক। সড়কের পিচ খসে গর্তের সৃষ্টি হয়েছে। কয়েকজন অটোচালক জানান, খানাখন্দের কারণে ধীর গতিতে গাড়ি চালাতে হয়। এই সুযোগে রাতে অহরহ ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। গৌরীপুর-হোমনা সড়কে হাজার হাজার বাস, ট্রাক, ছোট বড় যানবাহন চলাচল করছে।
এই সড়কে হোমনা থেকে ঢাকা ও কুমিল্লায় দু’টি বড় পরিবহন কোম্পানির বাস সার্ভিস রয়েছে। প্রতি ১০ মিনিট পরে এইখান থেকে বাস ছেড়ে যায়। এই সড়কে অসংখ্য অটোরিকশা চলাচল করছে। খানাখন্দের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন হচ্ছে, প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।
পিক-আপ চালক মো: হোসাইন বলেন, এটি একটি ব্যস্ততম সড়ক। বছর না যেতেই সড়কজুড়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তের কারণে রাতে গাড়ি চালাতে ভয় লাগে। গর্তস্থান অতিক্রম করার সময় গাড়ির গতি কমিয়ে দিতে হয়। সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানাই।
অটোরিকশা চালক শফিকুল ইসলাম বলেন, লক্কড়ঝক্কড় সড়কে চলতে গিয়ে গাড়ির নাট বল্টু লুজ হয়ে যায় এবং প্রতিদিন গাড়ির মেরামতের জন্য গুণতে হয় অতিরিক্ত টাকা। সড়কটি দ্রুত সংস্কার করার দাবি জানাই।
কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনিতি চাকমা বলেন, খুব শিগগিরই গৌরীপুর-বাঞ্ছারামপুর-হোমনা আঞ্চলিক মহাসড়কের খানাখন্দগুলো মেরামত করা হবে। সড়ক ও জনপথের গৌরীপুর আঞ্চলিক অফিসের উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, এই সড়কের অনেক স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ কিছু অংশ মেরামত করেছে। পর্যায়ক্রমে বাকি অংশও মেরামত করা হবে।


আরো সংবাদ



premium cement
মুকসুদপুর এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার বৈষম্যবিরোধী ছাত্রনেতা জেসিনার পদ স্থগিত নওগাঁ সীমান্তে বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ৩ দিনের রিমান্ডে সংস্কার সংস্কার বলে নির্বাচনকে দীর্ঘায়িত করছে : তারেক রহমান পটুয়াখালীতে যুবকের লাশ উদ্ধার ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি মাসুদ, সম্পাদক ঝিনুক সিংগাইরের সাবেক উপজেলা চেয়ারম্যান অস্ত্রসহ গ্রেফতার আমাদের নেতাকর্মীরা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, উপদেষ্টারা তা হন নাই : বুলু সংস্কার কমিশনের সুপারিশ গ্রহণ করতে দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান আদালত প্রাঙ্গণে সভা-মিছিল নিষিদ্ধের সুপারিশ

সকল