০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নেয়া আসামি গ্রেফতার

-

মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নেয়া আসামি বহিষ্কার হওয়া যুবদল নেতা তরিকুল ইসলামকে (৪০) ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ। একই সাথে ছিনতাইয়ে জড়িত বিএনপির তিন কর্মীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সিয়াম পাঠান, শুভ পাঠান ও হিমেল। গতকাল রোববার বিকেলে শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি বাসা থেকে তরিকুলকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে বিস্তারিত প্রেস ব্রিফিংয়ে তুলে ধরা হবে।
গত শুক্রবার রাত ১০টার দিকে ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’ স্লোগান দিয়ে শ্রীনগর থানা পুলিশের হেফাজতে থাকা মারামারি মামলার প্রধান আসামি তরিকুলকে ছিনিয়ে নেন বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় শনিবার দুপুরে শ্রীনগর থানার এসআই আবদুর রাজ্জাক বাদী হয়ে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের ৩১ জনের নাম উল্লেখসহ ২০১ জনের বিরুদ্ধে মামলা করেন।
গত শনিবার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে শ্রীনগর উপজেলা যুবদলের সদস্য তরিকুল ইসলামকে বহিষ্কারের তথ্য জানানো হয়।


আরো সংবাদ



premium cement