সংক্ষিপ্ত সংবাদ
- ১৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
চাল বিতরণ
ফেনী অফিস
ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্তসহ সুবিধাবঞ্চিত ১ হাজার ১০০ পরিবারকে ১১ হাজার কেজি চাল বিতরণ করা হয়েছে। প্রাণ আরএফএল গ্রুপের আর্থিক সহযোগিতায় ‘আহার হবে সবার ঘরে’ এ সেস্নাগানে স্বেচ্ছাসেবী সংগঠন মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে গত শনিবার ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এ চাল বিতরণ করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনজুরুল আহসান। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমানের সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর কামরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, হেড অব কমিউনিকেশন কাজী রায়হান রহমান, মাস্তুলের কেন্দ্রীয় সংগঠক ওসমান গনি রাসেল, প্রাণ আরএফএলের ব্রান্ড প্রমোটর রিজবী জাহান।
চক্ষু চিকিৎসা
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুই সহস্রাধিক অস্বচ্ছল মানুষের মধ্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত শনিবার উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর জনকল্যাণ সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও পরিচালক বজলুর রহমান সিআইপি। সমিতির সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে এতে বক্তব্য দেন মুজিবুর রহমান রিপন, প্রবাসী গাজী মনির আহমেদ প্রমুখ।
কর্মশালা
গাজীপুর মহানগর প্রতিনিধি
‘ডোনেট ব্লাড সেভ লাইফ’ শিরোনামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) দক্ষ বাঁধন কর্মী তৈরিকরণসহ আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাঁধনের বিভাগীয় জোন-১ এর আয়োজনে গত শনিবার বশেমুরকৃবির বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে অংশ নেয় বিভাগীয় জোন-১ এর আওতাধীন ১০টি ইউনিটের বিভিন্ন পর্যায়ের সদস্যরা। এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বশেমুরকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম ময়নুল হক প্রমুখ । উল্লেখ্য, ১৯৯৭ সালে বাঁধনের প্রতিষ্ঠাকালীন থেকে আজ পর্যন্ত দেশের ৫৫ জেলার ৮৭-এর অধিক শিক্ষাপ্রতিষ্ঠানে ১২টি জোনে এবং ১৪২টির অধিক ইউনিটের মাধ্যমে সারা দেশে রক্তদান ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
হুইলচেয়ার বিতরণ
শেরপুর (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার শেরপুর উপজেলার ১০ জন প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ ও আলোচনা সভা করা হয়েছে। গত শনিবার বন্দর মোটর শ্রমিক কল্যাণ সংস্থার কার্যালয়ে হুইলচেয়ার বিতরণ পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক শেরপুর পৌর মেয়র ও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা জানে আলম খোকা। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র স্বাধীন কুমার কুণ্ডু প্রমুখ।
কম্বল বিতরণ
শেরপুর (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার শেরপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শ্রেণী-পেশার দুঃস্থ ও অসহায় ছিন্নমূল মানুষের মধ্যে ৫৫০টি কম্বল বিতরণ করা হয়েছে। গত শনিবার সরকারি ডিজে মডেল হাইস্কুল প্রাঙ্গণ ও খেলার মাঠে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আশিক খান। আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, ডিজে মডেল হাইস্কুলের প্রধানশিক্ষক আখতার উদ্দিন বিপ্লব প্রমুখ।
মতবিনিময় সভা
কুষ্টিয়া প্রতিনিধি
বাংলাদেশ মসজিদ মিশন কুষ্টিয়া শহর শাখার উদ্যোগে তাফসিরকারক ও মসজিদ কমিটির দায়িত্বশীলদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার আফসার উদ্দিন ফাজিল বালিকা মাদরাসা মিলনায়তনে এ সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের প্রিন্সিপাল প্রফেসর মোল্লা মো: রুহুল আমীন। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া কুওয়াতুল ইসলাম আলীয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা তারিকুর রহমান প্রমুখ।
দোয়া মাহফিল
পত্নীতলা (নওগাঁ) সংবাদদাতা
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও পরিপূর্ণ সুস্থ হয়ে নিরাপদে দেশবাসীর কাছে ফেরত আসার লক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা ইঞ্জিনিয়ার শাফিউল মুসাব্বির শাফির আয়োজনে গত শুক্রবার বাদ জুমা নজিপুর পৌর এলাকায় মসজিদে দোয়ার আয়োজনে উপস্থিত ছিলেন নজিপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জোবাইর ইসলাম প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা