১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

নলছিটি ও কাউখালীতে অবৈধ ১২টি ইটভাটা বন্ধ করল প্রশাসন

রাঙ্গামাটির কাউখালী উপজেলায় পানি দিয়ে ধ্বংস করা হচ্ছে কাঁচা ইট : নয়া দিগন্ত -

ঝালকাঠির নলছিটি ও রাঙ্গামাটির কাউখালীতে অভিযান চালিয়ে অবৈধ ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ এবং দুটি ইটভাটাকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ঝালকাঠি প্রতিনিধি জানান, জেলার নলছিটিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে তোলা একটি ইটের পাঁজা নষ্ট করে দিয়েছেন। এ সময় পরিবেশ আইন লঙ্ঘন করে ইট পোড়ানোর দায়ে এক ব্যক্তিতে তিন লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেন আদালত।
গতকাল শনিবার দুপুরে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরন কেটিসি ব্রিকস নামের ইট পাঁজায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: নজরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত জানায়, কেটিসি ব্রিকস নামের একটি ইটের পাঁজায় অভিযান চালিয়ে ইটভাটার ম্যানেজার লোকমান হাওলাদারকে তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের জেল দেয়া হয়। পরে ইটগুলো ফায়ার সার্ভিসের কর্মীদের মাধ্যমে পানি দিয়ে নষ্ট করা হয়।
ইউএনও নজরুল ইসলাম বলেন, লাইসেন্স বা পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়া ইটভাটা স্থাপন বা চলমান রাখার কোনো সুযোগ নেই। লাইসেন্স ছাড়া ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।
কাউখালী (রাঙ্গামাটি) সংবাদদাতা জানান, উচ্চ আদালতের নির্দেশনায় এবং বনাঞ্চলের নিরাপত্তায় রাঙ্গামাটি কাউখালী উপজেলার কলমপতি ও বেতবুনিয়া ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ১১টি ইটভাটা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। পাশাপাশি এসব ইটভাটাকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট ফয়সাল আল নুর।
বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, হাইকোটের নির্দেশনা মোতাবেক কাউখালী উপজেলায় অবস্থিত অবৈধ ইটভাটাগুলোয় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ১১টি ইটভাটা বন্ধ ও সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। বন্ধ করে দেয়া ইটভাটাগুলো হলো- জেবিএম, এটিএম, এমঅ্যান্ডসি, এসবিডাইলিউ, এমবিসহ আরো ৫টি। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যদের দিয়ে ইটভাটার জ্বলন্ত চুল্লির আগুন নিভিয়ে প্রতিটা ইটভাটায় আদালতের নির্দেশনা সংবলিত স্থায়ী বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয়া হয়। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা।
অভিযানে সহযোগিতা করেন, পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মুমিনুল ইসলাম। কাউখালী থানার ওসি (তদন্ত) আব্দুল খালেক, বন বিভাগের কর্মকর্তাসহ অনেকে।


আরো সংবাদ



premium cement