নতুন বাংলাদেশে পথচলায় আমরা ঐক্যবদ্ধ : ডুয়েট ভিসি
- গাজীপুর মহানগর প্রতিনিধি
- ১২ জানুয়ারি ২০২৫, ০০:০৫
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, নতুন বাংলাদেশে আমরা আমাদের ভাইদের রক্তের ওপর ও ছাত্র-জনতার ত্যাগের ওপর দাঁড়িয়ে আছি। নতুন এই পথচলায় আমরা সবাই ঐক্যবদ্ধ। তিনি বলেন, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে গঠন করব, দেশকে গড়ে তুলব। গত বৃহস্পতিবার বিকেলে গাজীপুর ডুয়েট প্রাঙ্গণে ‘মাদক রোধ ও নৈতিক মূল্যবোধের বিকাশ’ শীর্ষক সিরাত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি মাদকমুক্ত সমাজ গঠন ও নৈতিক মূল্যবোধের বিকাশ এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য শিক্ষার্থীসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘আজকের এই আয়োজনের বিশেষ উদ্দেশ্য হলো মাদকমুক্ত এবং নৈতিকতাসম্পন্ন মানুষ গড়ে তোলা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডুয়েটে প্রোভিসি অধ্যাপক ড. মো: আরেফিন কাওসার। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহা: আবু তৈয়বের সভাপতিত্বে ও সেমিনার বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডুয়েট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি আবদুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। আলোচক হিসেবে বক্তব্য দেন ডা: নাবিল একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা: নাবিল।
সেমিনারে তিনটি অধিবেশন অনুষ্ঠিত হয়। উদ্বোধনের পর প্রথম অধিবেশনে মাদক ও স্বাস্থ্যবিজ্ঞান নিয়ে আলোচনা করেন ডা: নাবিল। দ্বিতীয় অধিবেশনে নৈতিক মূল্যবোধের বিকাশ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে হজরত মুহাম্মদ সা:-এর সিরাতের ভূমিকা বিষয়ে সুদীর্ঘ আলোচনা পেশ করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা