১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

ব্যাডমিন্টন খেলা নিয়ে সংঘর্ষ একজনকে পিটিয়ে হত্যা

-

মানিকগঞ্জের দৌলতপুরে ব্যাডমিন্টন খেলায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে একজনকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজনের বিরুদ্ধে। এতে আহত হয়েছেন আরো চারজন। গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে মারা যান আহত ইউসুফ বেপারী (৫৭)। নিহত ইউসুফ উপজেলার চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামের পিয়ার আলীর ছেলে।
নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে মান্দারতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিহত ইউসুফ বেপারীর ছেলে সিরাজ বেপারী ব্যাডমিন্টন খেলতে গেলে প্রতিপক্ষের খেলোয়াড় দিদার, লিটনের সাথে সিনিয়র-জুনিয়র নিয়ে কথাকাটাকাটি হয়। এর জেরে বিরোধের সৃষ্টি।
পরে রাত ১০টার দিকে প্রতিবেশী এলমেস, লিটন, দিদারসহ আট-দশ জন সিরাজের বাবা ইউসুফ বেপারীকে বাড়ি থেকে তুলে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়িভাবে হাতুড়ি, দা ও রড দিয়ে পিটিয়ে তারা পালিয়ে যায়।
এ হামলায় ইউসুফসহ পাঁচজন আহত হন। আহতদের মধ্যে ইউসুফের অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রথমে ঘিওর উপজেলা হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে ইউসুফের মৃত্যু হয়।
এ নির্মম হত্যার ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। নিহিত ইউসুফ বেপারীর ছেলে হাবিব জানায়, আমার ছোট ভাই মাঠে ব্যাডমিন্টন খেলতে গেলে প্রতিপক্ষের সাথে কথাকাটাকাটি হয়। এর জেরে আমার বাবাকে নির্মমভাবে যারা হত্যা করেছে, তাদের উপযুক্ত শাস্তি চাই।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি তৌফিক আজম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আরো সংবাদ



premium cement