১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

পাখি সংরক্ষণে পাইকগাছায় গাছে গাছে বনবিবির কৃত্রিম বাসা

পাখিদের আবাস গড়ছেন এক বনবিবিকর্মী : নয়া দিগন্ত -

জলবায়ু পরিবর্তন ও মনুষ্যসৃষ্ট নানা প্রতিলকূলতায় দেশে পাখির বিলুপ্তি ঠেকাতে তাদের নিরাপদ আবাস গড়তে কাজ করছে খুলনার পাইকগাছার পরিবেশবাদী সংগঠন বনবিবি। পাখি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংগঠনটি পাখিদের নিরাপদ আশ্রয় তৈরিতে গাছে গাছে কৃত্রিম বাসা স্থাপনের এক ব্যতিক্রমী কর্মসূচি বাস্তবায়ন করেছে।
সুন্দরবন উপকূলীয় উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় পাখির অবাধ বিচরণ, নিরাপদ আশ্রয় তৈরি ও বংশবৃদ্ধির লক্ষ্যে গাছে গাছে মাটির হাঁড়ি, কাঠ টিন ও বাঁশের তৈরি বাসা বসানো হয়েছে। এতে ঝড়, বৃষ্টি, রোদ থেকে বাঁচবে পাখিরা। পাখিদের নিরাপদ আশ্রয়, রক্ষা ও তাদের বংশবৃদ্ধির জন্য উঁচু গাছগুলোতে আড়াই হাজার কৃত্রিম বাসা স্থাপন করা হয়েছে সংগঠনের পক্ষে। বাসা হিসেবে হাঁড়িগুলোতে ছোট ছোট ছিদ্র করে দেয়া হয়েছে। এতে করে বাসার মধ্যে বৃষ্টির পানি ঢুকলেও তা নিচের ছিদ্রগুলো দিয়ে পড়ে যাবে। তাছাড়া হাঁড়ির দুই দিকে বড় দু’টি মুখ রাখা হয়েছে। ফলে হাঁড়ির মধ্যে ঢুকতে ও বের হতে পাখিদের কোনো সমস্যা হবে না।
বন্যপ্রাণী সংরক্ষণে ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন’ রয়েছে। এ আইনে পাখি শিকার, হত্যা, আটক ও কেনা-বেচা দণ্ডনীয় অপরাধ। পাখি হত্যা করলে সর্বোচ্চ শাস্তি দুই বছর কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানার বিধান রয়েছে এ আইনে।
গণসচেতনতা কর্মসূচির আওতায় ইতোমধ্যে সংগঠনটি খুলনা জেলা সদর, ডুমরিয়া, পাইকগাছা, কয়রা ও তালা উপজেলার বিভিন্ন গাছে পাখির জন্য বাসা স্থাপন করেছে। এ পর্যন্ত প্রায় দুই হাজার পাঁচশত পাখির জন্য বিভিন্ন প্রকার বাসা স্থাপন করা হয়েছে।
‘পাখি বাঁচাও, প্রকৃতি বাঁচাও’ এ স্লোগানকে সামনে রেখে পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিত করার লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি পাইকগাছা উপজেলায় ২০১৬ সাল থেকে কাজ করে যাচ্ছে। পাখির অভয়ারণ্য তৈরির লক্ষ্যে পাখির সুরক্ষা, নিরাপদ আবাসস্থল নিশ্চিতে ২০২২ সাল থেকে খুলনা জেলার রেলওয়ে স্কুল মাঠের গাছে ডুমরিয়া উপজেলা চত্ত্বরসহ বিভিন্ন ইউনিয়নের গাছে গাছে পাখির বাসার জন্য মাটির পাত্র, কাঠের বাক্স-ঝুড়ি, বাঁশের তৈরি বাসা স্থাপনসহ সচেতনতামূলক লিফলেট বিতরণ ও উদ্ভুদ্ধকরণ সভা অব্যাহত রয়েছে।
প্রতিকূল পরিস্থিতিতে বিভিন্ন প্রজাতির পাখি প্রজনন সুযোগ না পেয়ে বংশ হ্রাসের কারণে বিপন্ন হয়ে পড়েছে। অথচ পাখিদের প্রজাতি বৈচিত্র ও সংখ্যার সাম্যাবস্থা ও পরিবেশের ভারসাম্যতা বজায় রাখা অতীব জরুরি। তাই পাখি সংরক্ষণে পরিবর্তিত পরিবেশে তাদের কৃত্রিম বাসা বাঁধার সুযোগ সৃষ্টি করে সংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তা উপলব্ধি করে সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি পাইকগাছা উপজেলাসহ আশপাশের অঞ্চলসমূহে গাছে গাছে মাটির পাত্র (কৃত্রিম পাখির বাসা) স্থাপন কর্মসূচি বাস্তবায়ন করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন বলেন, পাখির বসবাস উপযোগী অনুকূল পরিবেশ ও বংশ বিস্তারে প্রজনন মৌসুমে পাখিরবাসা স্থাপন একটি ব্যতিক্রমী উদ্যোগ। বনবিবির কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, পাখি নিধন বন্ধে প্রশাসনের পক্ষে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ অব্যাহত রয়েছে।


আরো সংবাদ



premium cement
‘পাঠ্যপুস্তকে বিএনপি সম্পর্কে ভুল তথ্য’ সংশোধনের দাবি ৫ মাস পর জুলাই আন্দোলনে আহত মনিরুজ্জামানের মৃত্যু ২৭ হাজার টন চাল নিয়ে ভারত থেকে জাহাজ এলো চট্টগ্রামে আসামি ছিনতাই হওয়ার অভিযোগে শ্রীনগর থানার ওসি ক্লোজড ঐক্যের ফাটল মেরামতের উপায় খুঁজছে বিএনপি ও তার মিত্ররা লালপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশ ফ্যাসিবাদমুক্ত হয়নি : মাহমুদুর রহমান তারুণ্যের উচ্ছ্বাসকে কুরআনের আলোয় আলোকিত করতে হবে : আজহারী তামিমকে ধন্যবাদ জানাল বিসিবি বান্দরবানে স্থানীয়দের সহায়তায় অনুপ্রবেশকালে ৫৮ রোহিঙ্গা আটক বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাই কুরআন সুন্নাহর মূল শিক্ষা : মুফতি আমির হামজা

সকল