আখাউড়া স্থলবন্দরে কমেছে যাত্রী পারাপার, বেড়েছে মাছ রফতানি
- নুরুন্নবী ভূঁইয়া আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
- ১১ জানুয়ারি ২০২৫, ০০:০৫
ভিসা জটিলতায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দিন দিন যাত্রীর সংখ্যা কমছে। ভিসা দেয়ার ক্ষেত্রে ভারতের নিষেধাজ্ঞায় একেবারেই কমে গেছে বাংলাদেশ-ভারত যাত্রী পারাপার। হাসিনা সরকারের পতনের আগে এ বন্দর দিয়ে প্রতিদিন প্রায় এক হাজার যাত্রী পারাপার হতো, এখন প্রতিদিন গড়ে মাত্র ১৮০ জন যাত্রী পারাপার হচ্ছে। এতে সরকারের রাজস্ব আয় অনেক কমেছে। এদিকে যাত্রী পারাপার কমলেও মাছ রফতানি বেড়েছে প্রায় দ্বিগুণ। গতকাল বৃহস্পতিবার আখাউড়া স্থলবন্দরে খোঁজ নেয়ার সময় এ তথ্য জানা গেছে।
স্থলবন্দর সূত্রে জানা গেছে, আগস্টের আগে প্রতিদিন গড়ে আখাউড়া স্থলবন্দর দিয়ে এক হাজার যাত্রী পারাপার করেছে। ৫ আগস্টের পর ভারত সরকার বাংলাদেশীদের ভিসা দেয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করায় আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রীর সংখ্যা কমতে থাকে। গত ডিসেম্বর মাসে এ স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার হয়েছে মাত্র ৫৩৮৩ জন। নভেম্বর মাসে যাত্রী পারাপার করেছে ১৩০০৭ জন। এভাবে প্রতি মাসে কমছে যাত্রী পারাপার। আগে প্রতি মাসে যাত্রী পারাপার থেকে কোটি টাকা রাজস্ব আয় করেছে সরকার, কিন্তু ডিসেম্বর মাসে আয় হয়েছে মাত্র ৩১ লাখ ৫ হাজার আর নভেম্বর মাসে আয় ছিল ৭৩ লাখ ৪২ হাজার টাকা।
আখাউড়া স্থলবন্দরে যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ভারত সরকার ভিসা সিমিত করায় রোগীসহ নানা শ্রেণীর মানুষ দুর্ভোগের মধ্যে পড়েছেন। পুরাতন ভিসায় পারাপার করছেন, ভিসার মেয়াদ শেষ হলে দুর্ভোগ আরো বাড়বে, যাত্রী পারাপার একেবারেই সীমিত হয়ে যাবে। রোগীরা পড়বে বিপাকে। ভারতের ভিসা দেয়ার ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নেয়ার দাবি করেছেন যাত্রীরা।
আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ওসি মো: শফিকুল ইসলাম জানান, আখাউড়া স্থলবন্দর দিয়ে আগের তুলনায় যাত্রী পারাপার অনেক কমে গেছে। ভারতীয় দূতাবাস নতুন করে টুরিস্ট ভিসা বন্ধ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
এ দিকে যাত্রী পারাপার কমলেও আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রফতানি বেড়েছে। ডিসেম্বর মাসে এ স্থলবন্দর দিয়ে ১৭৮৬ টন মাছ ভারতে রফতানি হয় যার মূল্য ৫৩ কোটি ৫৭ লক্ষ ৮৮০০ টাকা। নভেম্বর মাসে রফতানি হয়েছিল ১০৭৩ টন মাছ যার মূল্য ৩২ কোটি ১৮ লক্ষ ৪০ হাজার ৬০০ টাকা।
বন্দরের মাছ রফতানিকারক মিথু এন্টারপ্রাইজের মালিক নেসার উদ্দিন ভূঁইয়া জানান, ডিসেম্বর মাসে মাছ রফতানি বেড়েছে। দেশে মাছ উৎপাদন বাড়ায় বিভিন্ন স্থান থেকে মাছ এনে ভারতের ত্রিপুরায় রফতানি করা হচ্ছে।
আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মো: ওয়াহিদুজ্জামান খান বলেন, কয়েকটি বন্দর বন্ধ থাকায় এখান দিয়ে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা নাগাদ মাছ রফতানি হয় তাই ডিসেম্বর মাসে এ স্থলবন্দর দিয়ে মাছ রফতানি বেড়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা