১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

উজিরপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

-

বরিশালের উজিরপুরে যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর কয়েক দফায় নির্যাতন চালিয়েছে স্বামীর পরিবারের সদস্যরা। আহত ওই গৃহবধূকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হামলার ঘটনায় নির্যাতিতা বাদি হয়ে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শোলক ইউনিয়নের রামেরকাঠী গ্রামের আদম আলী হাওলাদারের মেয়ে শারমিন বেগমের (২৮) সাথে বামরাইল ইউনিয়নের মুগাকাঠী গ্রামের রাজ্জাক সরদারের ছেলে মো: লিটন সরদারের সাথে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে মো: হাফিজুল সরদার ও মেয়ে নিশাত জাহান হুমায়রা নামের দু’টি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় যৌতুকের দাবিতে স্বামীর পরিবারের সদস্যরা রেশমা বেগমকে প্রায়ই মারধর করতো।
এরই প্রেক্ষিতে গত সোমবার সকাল ৮টার সময় মারধর করে শ্বশুর রাজ্জাক সরদার, শাশুড়ি মর্জিনা বেগম ও শিমলা বেগম। তাকে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর ঘটনা ধামাচাপা দেয়ার জন্য স্বামীর পরিবারের লোকজন তাকে আবার বাড়িতে নিয়ে যায়। কিন্তু গত মঙ্গলবার সকালে ননদ শিমু বেগমসহ সবাই মিলে পুনরায় শারমিন বেগমের উপর হামলা চালায়। এরপর আহতকে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় গত বুধবার মডেল থানায় অভিযোগ দায়ের করেন আহত শারমিন।
এ ব্যাপারে আহত শারমিন বেগম জানান, বিয়ের সময় আমার বাবার নিকট থেকে ৫ লক্ষ টাকা যৌতুক নেয় তার স্বামীর পরিবার। আবার সৌদি আরবে যাওয়ার সময় ধার বাবদ ৩ লক্ষ টাকা নেয়। এ ছাড়া কয়েক দিন পূর্বে আরো ২ লক্ষ টাকা যৌতুক দাবি করে। এতে রাজি না হওয়ায় আমার উপর হত্যার উদ্দেশ্যে দফায় দফায় হামলা চালায়।
অভিযুক্ত শ্বশুর রাজ্জাক সরদার কাছে জানতে চাইলে, বিষয়টি এড়িয়ে যান তিনি।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: আব্দুস সালাম জানান, উভয়পক্ষ পাল্টা পাল্টি অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো সংবাদ



premium cement
২৭ হাজার টন চাল নিয়ে ভারত থেকে জাহাজ এলো চট্টগ্রামে আসামি ছিনতাই হওয়ার অভিযোগে শ্রীনগর থানার ওসি ক্লোজড ঐক্যের ফাটল মেরামতের উপায় খুঁজছে বিএনপি ও তার মিত্ররা লালপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশ ফ্যাসিবাদমুক্ত হয়নি : মাহমুদুর রহমান তারুণ্যের উচ্ছ্বাসকে কুরআনের আলোয় আলোকিত করতে হবে : আজহারী তামিমকে ধন্যবাদ জানাল বিসিবি বান্দরবানে স্থানীয়দের সহায়তায় অনুপ্রবেশকালে ৫৮ রোহিঙ্গা আটক বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাই কুরআন সুন্নাহর মূল শিক্ষা : মুফতি আমির হামজা আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ সাকিব আবারো চুয়াডাঙ্গায় ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠল ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’

সকল