বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ নাহিদুল হবিগঞ্জে গ্রেফতার
- হবিগঞ্জ প্রতিনিধি
- ০৯ জানুয়ারি ২০২৫, ০০:০০
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ নাহিদুল ইসলামকে হবিগঞ্জের লাখাই থানা পুলিশ গ্রেফতার করেছে। নাহিদুল ইসলাম এখনো গলায় গুলিবিদ্ধ অবস্থায় রয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার আপন খালাতো ভাই হাফেজ ইমরান আহমেদ শহীদ হন। নাহিদুল ইসলামের আরেক খালাতো ভাই গুলিবিদ্ধ হয়ে আহত হন।
নাহিদুল ইসলামের নানার বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামের একটি পারিবারিক বিরোধে দায়েরকৃত মামলায় আসামি হিসাবে উল্লেখ করা হয়। ১৮ অক্টোবরের ঘটনায় দায়েরকৃত মামলার সময়ও নাহিদুল ঢাকায় চিকিৎসাধীন ছিলেন বলে তার পরিবার দাবি করেছেন।
এ ব্যাপারে নাহিদুল ইসলামের মা ছাবিকুন্নাহার জানান, আমাদের একটি জায়গার ওপর দিয়ে জোর-জবরদস্তিতে রাস্তা করার চেষ্টা করে আসছে জিরুন্ডা গ্রামের মোজাক্কির মিয়া ও তার লোকজন। এ নিয়ে দুই পক্ষের বিরোধে আমাদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হয়।