শিক্ষকদের দক্ষতাই শিক্ষার্থীদের সাফল্যে ভূমিকা রাখতে পারে : বশেমুরকৃবি ভিসি
- গাজীপুর প্রতিনিধি
- ০৯ জানুয়ারি ২০২৫, ০০:০০
শিক্ষার গুণগতমান বৃদ্ধিকরণ, পাঠদান পদ্ধতি, সৃজনশীলতা ও গবেষণায় দক্ষতা অর্জনের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) ইনস্টিটিশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘কার্যকর শিক্ষকতা ও মূল্যায়নের মাধ্যমে একাডেমিক উৎকর্ষ উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির সেমিনার কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বশেমুরকৃবির প্রভাষক ও সহকারী অধ্যাপকদের নিয়ে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বশেমুরকৃবির প্রোভিসি প্রফেসর ড. এম ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। স্বাগত বক্তব্য প্রদান ও সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী।
দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির শুরুতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পদ্ধতি, একাডেমিক ক্যালেন্ডার, অনুষদীয় শিক্ষকবৃন্দের ভূমিকা নিয়ে বিস্তর আলোচনা করেন প্রোভিসি ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। অন্যদিকে শিক্ষার নীতি, গবেষণাসহ ক্লাসের মিথস্ক্রিয়া বিষয়ে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. মো: সফিউল ইসলাম আফ্রাদ।
কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. মো. গোলাম রসুল শিক্ষার্থীদের গ্রেডিং মূলনীতির মূল্যায়ন পদ্ধতি বিষয়ে ধারণা দেন। আলোচনার একপর্যায়ে ভিসি বলেন, শিক্ষকদের দক্ষতাই শিক্ষার্থীদের দক্ষতা ও সাফল্য বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। কীভাবে উচ্চমানের পাঠদান, সৃজনশীলতার প্রয়োগ ও শিক্ষায় আধুনিকীকরণ করতে হবে তা আজকের প্রশিক্ষণ থেকে সম্যক ধারণা লাভ করা সম্ভব হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা