চকলেটের লোভ দেখিয়ে শিশুকে অপহরণের পর হত্যা
- কক্সবাজার অফিস ও ঈদগাঁও সংবাদদাতা
- ০৯ জানুয়ারি ২০২৫, ০০:০০
কক্সবাজারে অপহরণের আট ঘণ্টা পর খালি প্লট থেকে আহাদ (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে শিশুর লাশটি উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার বিকেল ৫টায় দুর্বৃত্তরা শিশুটিকে কক্সবাজার ডিসি পার্ক এলাকা থেকে অপহরণ করে নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, তার গলায় হাতের চাপ ও নখের চিহ্ন এবং পিঠে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া তার মুখে ফেনা এবং নাক ও কানে বালু ভর্তি ছিল। ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যা করে তার লাশ খালি প্লটে ফেলে রাখা হয়েছে।
নিহত শিশু আহাদের বন্ধুরা জানায়, খেলা শেষে কয়েকজন অচেনা ব্যক্তি তাদেরকে লজেন্স অফার করে। একপর্যায়ে আহাদকে জোর করে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে বুঝতে পেরে তারা পালিয়ে যায়।
কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস মিয়া বলেন, কক্সবাজার সদর থানার পুলিশের একটি টিম নিয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। শিগগিরই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, কক্সবাজার ডিসি পার্কের বিভিন্ন প্লট, যা মূলত জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দ করা হয়েছিল। বর্তমানে অবৈধ দখলদার এবং অপরাধীদের আস্তানায় পরিণত হয়েছে।