ভাঙ্গায় চেয়ারম্যান-মেম্বার গ্রুপের সংঘর্ষে আহত ১০
- ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
- ০৯ জানুয়ারি ২০২৫, ০০:০০
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও মেম্বার গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনয় নারী-পুরুষ-হিন্দুসহ ১০ জন আহত হয়েছেন। আহতরা ভাঙ্গা হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। গতকাল বুধবার তুজারপুর ইউনিয়নের কাফেরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকা ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় কাফেরপুর গ্রামের চেয়ারম্যান অলি ফকিরের সাথে একই গ্রামের মেম্বার আউয়াল মাতুব্বরের সাথে দীর্ঘ দিন ধরে চলে আসা বিরোধের জেরে বুধবার আউয়াল মেম্বারের নেতৃত্বে হামলা চালিয়ে চেয়ারম্যানের দলের নারী-পুরুষ ও হিন্দুসহ ১০ জন লোক আহতসহ চেয়ারম্যানের বাড়িসহ পাচটি ভাঙচুর করা হয়। আহত মিন্টু দাস, রায়হানের স্ত্রী, সাহেব আলী ফকির, প্রশান্ত দাস, তার মা ও তার শাশুড়ী, তার ভাই সুশান্তকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে চেয়ারম্যানের চাচা হারুন ফকির বলেন, গত চার/পাঁচ মাস আগে স্থানীয় তাঁতিবাজারে সজল দাসের ফার্মেসিতে কাফেরপুর গ্রামের প্রশান্ত দাস ওষুধ কিনতে গেলে সজল দাসের সাথে কথাকাটাকাটির একপর্যায়ে মারামারি হয়। এ ঘটনা নিয়ে চেয়ারম্যানের নেতৃত্বে সালিস বৈঠক চলাকালে মেম্বার সজলের পক্ষ নিয়ে সুশান্তের লোকজনের ওপর হামলা করা হয়। তখন চেয়ারম্যান সুশান্তের পক্ষ নিলে মারামারির ঘটনায় ঘটে। এ বিষয়ে মেম্বার জানান, আমার সাথে চেয়ারম্যান অলির সাথে মাঝে মাঝে মারামারির ঘটনায় ইতঃপূর্বে ভাঙ্গা থানায় দুই পক্ষের চার/পাঁচটি মামলা হয়েছে। বুধবার ভাঙচুর ও হামলার ঘটনা সত্য নয়।
তুজারপুর ইউপি চেয়ারম্যান অলি বলেন, আমি বেশ কিছুদিন ধরে ঢাকায় আছি। সকালে শুনলাম মেম্বারের লোকজন কয়েকজন হিন্দু লোককে মারধর ও আমার বাড়িসহ আরো চারটা বাড়ি ভাঙচুর করেছে। শামীম ফকিরের ২৫০ ফুট একটি ডিপ টিউবওয়েলের ভেতর মাটি ঢুকিয়ে নষ্ট করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা