নিকলীতে বিএনপির কমিটি গঠন
- নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
- ০৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
নিকলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত সম্মেলনের প্রথম পর্বে নিকলী সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তাপস সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা সহসভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল। সম্মেলন উদ্বোধন করেন নিকলী উপজেলা বিএনপির আহ্বায়ক বদরুল মোমেন মিঠু। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম তালুকদারের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন মাসুক মিয়া। বিশেষ বক্তা ছিলেন কফিল উদ্দিন আহম্মদ।
কাউন্সিলের দ্বিতীয় পর্বে ভোটের মাধ্যমে সভাপতি পদে হারুন আল কাইয়ুম, সাধারণ সম্পাদক পদে মামুন মিয়া ও সাংগঠনিক সম্পাদক পদে আনিসুজ্জামান মোহন নির্বাচিত হন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা