নেত্রকোনায় শ্রমিকদলের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১১
- নেত্রকোনা প্রতিনিধি
- ০৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
নেত্রকোনায় চাঁদা নিয়ে শ্রমিকদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। গতকার মঙ্গলবার দুপুরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
সংশ্লিষ্ট সূত্রে জনা যায়, রাজনৈতিক পট পরিবর্তনের পর জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক তরিফুর রহমানের বিরুদ্ধে পরিবহণ সেক্টরের মালিক ও শ্রমিকদের নিকট থেকে চাঁদা আদায়ের অভিযোগ ওঠে। চাঁদা ঠেকাতে সাধারণ শ্রমিকরা জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট অভিযোগ জানান। অভিযুক্ত তরিফুরের চাঁদাবাজির প্রতিবাদে গতকাল মঙ্গলবার শ্রমিকদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি চলাকালে প্রতিপক্ষ হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহ্ নেওয়াজ সাংবাদিকদের জানান, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা