বান্দরবানে হাতির আক্রমণে কৃষক নিহত
বিদ্যুতের তারে মারা গেল হাতি- বান্দরবান প্রতিনিধি
- ০৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী এলাকায় বন্য হাতির আক্রমণে ফরিদুল আলম (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছে। অন্যদিকে বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছে এক বন্যহাতি। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে এলাকার বিছাইন্নার ছড়া নামক স্থানে।
গতকাল মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পুলিশ বনবিভাগের কর্মকর্তারা ও স্থানীয় জনপ্রতিনিধিরা পরিদর্শনে গিয়েছেন। বিদ্যুতের তারে জড়িয়ে মারা যাওয়া বন্য হাতিটি গর্ভবতী ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। হাতিটি কিভাবে মারা গেছে তার জানার জন্য প্রাণিসম্পদ বিভাগ নমুনা সংগ্রহ করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে ফাঁসিয়াখালি ইউনিয়নের বিছাইন্নার ছড়া এলাকায় বন্যহাতি ধানের জমিতে নামলে সেখানে বাধা দিতে গিয়ে আক্রমণে কৃষক ফরিদুল আলম নিহত হয়। পরে বন্য হাতি ওই স্থান থেকে চলে যাওয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে একটি গর্ভবতী হাতি মারা যায়। হাতি তাড়ানোর জন্য ওই কৃষক জমিতে বিদ্যুতের তার দিয়েছিল বলে স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার মো: ওমর ফারুক জানিয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা