০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

দুপচাঁচিয়ায় জব্দকৃত সরকারি চাল নিলামে বিক্রি

-

বগুড়ার দুপচাঁচিয়ায় জব্দকৃত সরকারি চাল প্রকাশ্যে নিলামে বিক্রয় করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার তালোড়ায় জব্দকৃত এ চাল প্রকাশ্যে নিলামের মাধ্যমে বিক্রয় করা হয়েছে। প্রকাশ্য নিলামে সাতজন অংশগ্রহণ করেন। এতে বাদশা অটো রাইস মিল সর্বোচ্চ দরদাতা হিসাবে ১৩ লাখ ৬২ হাজার ৫০০ (ভ্যাট ও আয়করসহ) ২৬ হাজার ৯৯০ কেজি চাল, মাঝারি ও ছোট দুই হাজার ৯৯৮ বস্তা ক্রয় করেন।
প্রকাশ্য নিলামে সরকারি ১২ লাখ ৮২ হাজার ৫০০ টাকা দর ঘোষণা করেন নিলাম কমিটির আহ্বায়ক অতিরিক্ত কৃষি অফিসার সালমা আকতার। এ সময় উপস্থিত ছিলেন সদস্যসচিব উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম, সদস্য থানার ওসি (তদন্ত) নাসিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলীর প্রতিনিধি উপসহকারী প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল বাসেতসহ উপজেলা বিএনপির সভাপতি এ কে এম মনিরুল ইসলাম খান স্বপন, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদাউস, তালোড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক এমরান আলী রিপু প্রমুখ।
উল্লেখ্য, গত বছরের ২৯ অক্টোবর তালোড়ায় সরকারি চাল অবৈধভাবে ক্রয় ও মজুদ রাখার অপরাধে ২৭ হাজার কেজি চাল ও তিন হাজার খালি বস্তা জব্দ করা হয়েছিল।


আরো সংবাদ



premium cement