আর কোনো ফ্যাসিস্টকে ক্ষমতায় আসতে দেয়া হবে না : শিবির সেক্রেটারি
- সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
- ০৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, আর কোনো ফ্যাসিস্টকে বাংলাদেশের ক্ষমতায় আসতে দেয়া হবে না। কোনো স্বৈরাচার লুটেরাদের জনগণ মেনে নেবে না। সব ভোটচোর ও গণহত্যাকারীর বিচার করা হবে। গত সোমবার রাতে শহরের রেলওয়ে মূর্তজা মিলনায়তনে নীলফামারীর সৈয়দপুরে সংগঠনের সাথী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাবেশে ২০২৫ সালের জন্য নীলফামারী শহর শাখার সেটাপ সম্পন্ন করা হয়েছে। এতে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: শফিককুল ইসলাম এবং সেক্রেটারি হয়েছেন মো: মাজেদুল ইসলাম।
প্রধান অতিথি নুরুল ইসলাম সাদ্দাম সমাবেশে উপস্থিত ছাত্রশিবিরের সাথীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং ছাত্র আন্দোলনের বিভিন্ন চ্যালেঞ্জ ও দায়িত্ব সম্পর্কে গুরুত্বারোপ করেন। এ সময় তিনি আরো বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী সরকার জামায়াত ও শিবিরের ওপর স্টিম রোলার চালিয়েছে। দেশের সব বিশ্ববিদ্যালয়ে শিবিরের রক্তে ক্যাম্পাসের ঘাস ভিজেছে। এ কারণে আল্লাহ তায়ালা শহীদের নজরানাস্বরূপ ২৪-এর বিজয় দান করেছেন।
ছাত্রশিবির নীলফামারী শহর সভাপতি মো: শফিকুল ইসলামের সভাপতিত্বে শাখা সেক্রেটারি মো: মাজেদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন রংপুর অঞ্চল তত্ত্বাবধায়ক, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হাফেজ মিসবাহুল করিম, বিজ্ঞান সম্পাদক ডা: আবির হাসান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক ডা: মুক্তাদির বিল্লাহ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, জেলা নায়েবে আমির ড. হাফেজ খায়রুল আনাম, জেলা সেক্রেটারি আন্তাজুল ইসলাম, সৈয়দপুর উপজেলা আমির আব্দুল মুনতাকিম, সদর উপজেলা আমির মাওলানা আবু হানিফা শাহ প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা