বশেমুরকৃবিতে হিট প্রকল্পের কর্মশালা
- গাজীপুর মহানগর প্রতিনিধি
- ০৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
দেশের উচ্চশিক্ষাব্যবস্থায় উদ্ভাবন ও পরিবর্তন আনার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে।
আইকিউএসি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত হায়ার এডুকেশন এক্সিলেরেশন অ্যান্ড ট্রান্সফরমেশন বা হিট প্রকল্পের অ্যাকাডেমিক ট্রান্সফরমেশন ফান্ডের (এটিএফ) অধীনে উপ-প্রকল্পের প্রস্তাবনা প্রস্তুতি শীর্ষক এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বশেমুরকৃবি’র ভিসি প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন- প্রো-ভিসি প্রফেসর ড. এম ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মো: সফিউল ইসলাম আফ্রাদ।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এটিএফ ম্যানেজমেন্টের উইং ম্যানেজার প্রফেসর ড. মো: মোজাহার আলী। কর্মশালায় অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন- বশেমুরকৃবি’র সব ডিন, পরিচালক ও বিভাগীয় প্রধানরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। স্বাগত বক্তব্য দেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা