পূর্বাচলে দুই প্রবাসীর গাড়িতে ডাকাতি
- রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
- ০৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরে পুলিশ পরিচয়ে দুই প্রবাসীর গাড়িতে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল প্রবাসী ও তার পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে যায়। গতকাল মঙ্গলবার ভোরে পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কের ৪নং ব্রিজের কাদিরারটেক ও লেংটার মাজার এলাকায় পৃথক ডাকাতির ঘটনা দুটি ঘটেছে।
রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নের পূবেরগাঁও এলাকার ইজ্জত আলীর ছেলে মালয়েশিয়া প্রবাসী ভুক্তভোগী আমজাদ হোসেন জানান, মঙ্গলবার ভোর ৪টার দিকে মালয়েশিয়া থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। পরে স্ত্রী ফাহিমা আখতার ও বাবা ইজ্জত আলীকে নিয়ে একটি মাইক্রোবাসে করে নিজ বাড়ি পুবেরগায়ের উদ্দেশ্যে রওনা হন। ভোর সোয়া ৫ টার দিকে পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কের ৪নং ব্রিজের কাদিরারটেক এলাকায় আসা মাত্র একটি সাদা মাইক্রোবাস যোগে একদল ডাকাত নিজেদের পুলিশ পরিচয় দিয়ে প্রবাসী আমজাদ হোসেনের গাড়িটিকে গতিরোধ করে। পরে আমজাদ হোসেনের মাথায় পিস্তল ঠেকিয়ে এবং গাড়িতে থাকা অন্যান্য সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল সেট, স্বর্ণের হার, চেইন, কানের দুল, নগদ টাকাসহ প্রায় আজ লাখ টাকার মালামাল লুট করে মাইক্রোবাসে করে পালিয়ে যায়।
অপরদিকে, মৌলভীবাজার জেলার সদর উপজেলার পাদুনাথপুর এলাকার দুবাই প্রবাসী ভুক্তভোগী আব্দুল কাদির জানান, তিনি ভোরে দুবাই থেকে হরযত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। পরে ছোট ভাই ফয়েজ মিয়া ও ছোট ভাইয়ের বন্ধু রুহুল আমিনকে নিয়ে একটি মাইক্রোবাস যোগে নিজ বাড়ি ফেরার পথে মাজার এলাকায় একটি মাইক্রোবাস যোগে এসে ডাকাতরা পুলিশ পরিচয়ে আমাদের গতিরোধ করে। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, এ ধরণের ঘটনার অভিযোগ পেয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা