বাংলার দিগন্ত সংক্ষিপ্ত সংবাদ
- ০৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
অভিভাবক সমাবেশ
ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
মানিকগঞ্জে শিক্ষার মান উন্নয়ন ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার জেলা শহরের খানবাহাদুর আওলাদ হোসেন খান উচ্চবিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক মোহাম্মদ মজিদ মোল্লার সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার আমীর হোসেন। আরো বক্তব্য দেন বিদ্যালয়ের দাতাসদস্য তোবারক হোসেন খান রিয়াদ, প্রভাষক রুহুল জামাল সুজন, অভিভাবক বুলবুল আহম্মেদ, সহকারী প্রধান শিক্ষক রমেশ চন্দ্র সরকার প্রমুখ।
মতবিনিময় সভা
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার মুরাদনগরে কৃষি জমি রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার উপজেলার কবি নজরুল মিলনায়তনে এ সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত কুমিল্লা জেলা প্রশাসক (রাজস্ব) মো: কাবিরুল ইসলাম খাঁন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তফাজ্জল হোসেন প্রমুখ।
বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় ঘেরের বাঁধে সবজির চাষ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু হাসান (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত সোমবার সদর উপজেলার পায়রাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসান সদর উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের ফারুক সরদারের ছেলে। সদর হাসপাতালের ডাক্তার আক্তার মারুফ জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
ফ্রি মেডিক্যাল ক্যাম্প
রানীনগর (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর রানীনগরে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ‘অসহায় মানুষের পাশে আমরা’ এ স্লোগানে উপজেলার সিম্বা স্ট্যান্ডে অনুষ্ঠিত এ ক্যাম্পে নবজাতক শিশুসহ দেড় শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেয়া হয়। চিকিৎসা প্রদান করেন বগুড়া টিএমএসএস মেডিক্যাল কলেজের নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা: রায়হানুল ইসলাম। মাহবুবে শহিদের (সবুজ) সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য সামিউল বারী, রবিউল ইসলাম রবিন প্রমুখ।
সচেতনতামূলক সভা
আমতলী (বরগুনা) সংবাদদাতা
মাদকদ্রব্য সেবনের অপকারিতা, নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার এবং ডেঙ্গুসহ অন্যান্য সংক্রামক রোগ প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম সচেতনতামূলক সভা করেছেন। গত সোমবার আমতলী একে সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: অলি আহাদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান।
প্রার্থীকে সংবর্ধনা
কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (ইউকে) সাধারণ সম্পাদক লন্ডনের কমিউনিটি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার আব্দুল করিম নিপুকে সংবর্ধনা দিয়েছে প্রেস ক্লাব কুলাউড়া। গত রোববার রাতে শহরের একটি পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক শ্যামল সিলেটের সাবেক বার্তা সম্পাদক ও সাবেক হাজিপুর ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্ছু। প্রেস ক্লাব সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সহসভাপতি ময়নুল হক পবনের সঞ্চালনায় বক্তব্য দেন সংবর্ধিত অতিথি খন্দকার আব্দুল করিম নিপু। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রেস ক্লাব কুলাউড়ার সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ প্রমুখ।
শিক্ষার্থীদের পুনর্মিলনী
ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ঢাকার ধামরাইয়ে টিউটোরিয়াল হোমের ৪০ বছরপূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার প্রতিষ্ঠাতা সদস্য অধ্যক্ষ খোদেজা রহমানের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও থানা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিরাজুল হক দুলাল। বিশেষ অতিথি ছিলেন কেয়ারের সাবেক কো-অডিনেটর ইকবাল মিয়া, বাংলা একাডেমির সাবেক পরিচালক সিরাজ উদ্দিন, টিউটোরিয়াল হোমের প্রতিষ্ঠাতা সদস্য এস কে জামান, জিয়াউর রহমান ও বর্তমান সভাপতি মাহফুজুর রহমান ও প্রাক্তন ছাত্র স্বপ্নডানার সভাপতি শাহরিয়ার ফেরদৌস রানা প্রমুখ।
আ’লীগ নেতা গ্রেফতার
ফেনী অফিস ও ফুলগাজী সংবাদদাতা
ফেনীর ফুলগাজী উপজেলা আ’লীগের সহসভাপতি ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব। তিনি ফুলগাজী থানায় দায়ের করা ভাঙচুর ও বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি। র্যাব-৭ এর ভারপ্রাপ্ত উপপরিচালক (মিডিয়া) মেজর মো: সাদমান সাকিব জানান, গত রোববার রাতে সদর ইউনিয়নের ঘনিয়ামোড়া চৌমুহনী এলাকা থেকে নুরুল ইসলামকে গ্রেফতার করে ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে। ফুলগাজী থানার ওসি ওয়াহিদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা