০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

সড়ক সংস্কারের অভাবে বন্ধ ঝামা ঘাটের ফেরি চলাচল

মহম্মদপুর ঝামা ঘাটে ফেরি বন্ধ থাকায় যাত্রীদের নৌকায় নদী পার হতে হচ্ছে : নয়া দিগন্ত -

সড়ক সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে মাগুরার মহম্মদপুর উপজেলার ঝামা ঘাটের ফেরি চলাচল। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও আশপাশের এলাকার মানুষদের।
স্থানীয়রা জানন, ঝামা ঘাটটি মহম্মদপুর এবং আশপাশের অঞ্চলের জন্য একটি গুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। এ ঘাট দিয়ে শুধু যাত্রী নয়, নড়াইল, লোহাগড়া, লাহুড়িয়াসহ আশপাশের বেশকিছু এলাকার মানুষ পণ্য পরিবহনের জন্য ফেরি ব্যবহার করে। কৃষিজ পণ্য, ব্যবসায়িক সমাগ্রী এবং দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র পরিবহনের জন্য এটি একটি সহজ, দ্রুত এবং কার্যকর উপায় ছিল। কিন্তু ফেরির সঙ্গে সংযোগ স্থাপনকারী সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় ফেরি চলাচলও বন্ধ হয়ে যায়।

জাহাঙ্গির আলম নামে এক ব্যক্তি জানান, এ ঘাট দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ এবং পণ্যবাহী যান চলাচল করে। তবে ফেরি চলাচল বন্ধ থাকায় মানুষ বিকল্প পথে যাতায়াত করতে বাধ্য হচ্ছে, যা সময় ও অর্থ দুটোতেই চাপ পড়ছে। মাত্র অর্ধ কিলোমিটার রাস্তা সংস্কার করা হলে আবার ফেরি চালু করা যায়।
এক গরুর ব্যপারী রাসেল মুন্সী জানান, প্রতি হাটবারে ১৫০-২০০টি গরু নিয়ে ফেরি পারাপার করতে হতো। কিন্তু ফেরি বন্ধ হয়ে যাওয়ায় অন্য পথ ঘুরে এখন হাটে যেতে হয়।
মহম্মদপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা বাসুদেব কুমার মালো জানান, সংশ্লিষ্টদের বিষয়টি জানানো হয়েছে।
মাগুরা সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ইলিয়াস ফারুক বলেন, খুব দ্রুতই সমস্যার সমাধান করা হবে।


আরো সংবাদ



premium cement