০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

বেড়ায় অভিযানেও বন্ধ হচ্ছে না যমুনার বালু উত্তোলন

পাবনা বেড়া উপজেলার বারকোদালিয়ায় যমুনা থেকে অবাধে বালু তোলা হচ্ছে : নয়া দিগন্ত -

পাবনার বেড়া উপজেলায় কোনো বালু মহাল নেই। তবু থেমে নেই বালু উত্তোলন। প্রতি রাতে যমুনার ১০টি পয়েন্ট থেকে প্রায় দুই লাখ ঘনফুট বালু উত্তোলন করা হচ্ছে। এই বালু কার্গোতে পাঠানো হচ্ছে রাজবাড়ীসহ ভাটি অঞ্চলের বিভিন্ন জেলায়। নদীর ভূ-উপরিভাগে উচ্চক্ষমতাসম্পন্ন মেশিন বসিয়ে ভূ-অভ্যন্তরের কাঠামো ভেঙে তছনছ করে বালু উত্তোলন করা হচ্ছে। বালু ব্যবসা অধিক লাভজনক হওয়ায় এই অশুভ তৎপরতা কোনো ক্রমেই বন্ধ হচ্ছে না। বালুদস্যুরা ড্রেজার, ভলগেট, বোমামেশিন নামে উচ্চশক্তি সম্পন্ন ইঞ্জিন বসিয়ে নদীর তলদেশের ২৫-৩০ ফুট গভীর থেকে বালু উত্তোলন করায় ভূ-স্তর ও নদীর বেড লেভেল (তলদেশ) এলোমেলো হয়ে যাচ্ছে। হুমকির মুখে পড়ছে জলজপ্রাণী ও জীববৈচিত্র্য।

এদিকে বেড়া উপজেলা প্রশাসন একের পর এক অভিযান চালালেও বন্ধ হচ্ছে না বালু উত্তোলন। উল্টো কৌশল পাল্টেছে বালুদস্যুরা। তারা নগরবাড়ি নৌ-পুলিশ বড় কর্তাকে ম্যানেজ করে রাতে বালু উত্তোলন করছে। আওয়ামী সরকারের পতনের পর বালু উত্তোলন ও বিক্রির শূন্যস্থান দখল করে নিয়েছে স্থানীয় বিএনপির হরিরামপুরের রেজাউল মোল্লা, নয়ানপুরের মিজানুর রহমানসহ প্রায় ১৫ জন বিএনপি নেতাকর্মী। তারা শক্তিশালী বোমামেশিন ও ড্রেজারের সাহায্যে নদীর তলদেশের ২০-২৫ ফুট গভীর থেকে প্রতি রাতে দেড় থেকে দুই লাখ ঘনফুট বালু উত্তোলন করে কার্গোতে ভাটি অঞ্চলের বিভিন্ন জেলায় বিক্রি করছে। প্রতিটি ড্রেজারের বালু উত্তোলন ক্ষমতা ৫০ হাজার থেকে ৭০ হাজার ঘনফুট। অবাধে বালু উত্তোলনের কারণে নদী পাড়ের গ্রামগুলোর বসতবাড়ি, ফসলি জমি, তীর সংরক্ষণ বাঁধ ও পুরাতন বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভাঙনের মুখে পড়েছে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জেল জরিমানাতে থামছে না অবৈধভাবে বালু উত্তেলন ও বিক্রি। বলা যায় অল্প পুঁজিতে বা বিনা পুঁজিতে অধিক লাভ হওয়ায় প্রভাবশালী বালুদস্যুরা জেল জরিমানা উপেক্ষা করে নদী থেকে বালু উত্তোলন ও প্রকাশ্যে বেচাকেনা করছে।
অনুসন্ধানে জানা যায়, বালুদস্যুরা কৌশল পাল্টে রাতে যমুনা নদীর পেঁচাকোলা, নটাখোলা, হরিরামপুর, কাজীরহাট, খানপুরাসহ ১০টি পয়েন্টে বোমামেশিন ও স্থানীয়ভাবে তৈরি শক্তিশালী ড্রেজারের ও ভলগেটের সাহায্যে বালু উত্তোলন করছে। বালু উত্তোলনের কারণে নদীর স্র্রোতধারা পরিবর্তন হওয়ায় ভাঙছে নদী পাড়ের বসতবাড়ি, কবরস্থান, মসজিদ, মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান ও ফসলি জমি।
জানা যায়, নটাখোলায় বালু উত্তোলনের ফলে জাতীয় বিদ্যুৎ গ্রিডের একটি টাওয়ার ভাঙনের ঝুঁকির মধ্যে পড়েছে। কাজীরহাটের ভাটিতে পদ্মার পাড়ে ঢালারচর অবস্থিত। পাবনা থেকে ঢালারচর পর্যন্ত রেললাইন ও ঢালারচরে রেলস্টেশন নির্মাণ করা হয়েছে। নদী থেকে বালু উত্তোলন করায় নদীটি এখন স্টেশনের দিকে সরে আসছে।

যমুনা নদী পাড়ের কাজিরহাট, নটাখোলা, হরিরামপুর, বেড়া ডাকবাংলা, বৃশালিখায় বাঘাবাড়িতে বড়াল নদীর দক্ষিণপাড়ে বালু বেচাকেনার হাট রয়েছে। বালুর ব্যাপক চাহিদা রয়েছে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে। বালু মজুতের বিভিন্ন পয়েন্ট থেকে প্রতিদিন দেড় শতাধিক বালুভর্তি ট্রাক জেলার বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। বালু বিক্রি করে সংশ্লিষ্ট চক্রটি হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণ টাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বালুদস্যু জানায়, মানভেদে প্রতি ট্রাক বালু বিক্রি হচ্ছে এক হাজার ৫০০ টাকা থেকে দুই হাজার টাকা দরে। নগরবাড়ি নৌ-পুলিশকে ম্যানেজ করেই তারা যমুনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে বালু উত্তোলন করেন। তবে, নগরবাড়ি নৌ-পুলিশ তাদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে।

বালু উত্তোলনের ফলে ভূ-গর্ভস্তরে কাঠামোগত কতটা পরিবর্তন হচ্ছে- এমন প্রশ্নে পাবনার পরিবেশবিদ ফজলে রাব্বি বলেন, ভূ-গর্ভের সাজানো স্তর এখন আর নেই। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে ভূ-স্তরের কাঠামো ভেঙে এলোমেলো হয়ে গেছে। এতে নদীর পানিতে কমে যাচ্ছে অক্সিজেনের মাত্রা। এটা জীববৈচিত্র্য ও জলজপ্রাণীর বেঁচে থাকার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া, মাঝারি মাত্রার ভূমিকম্পে বহু এলাকা দেবে যাওয়ারও আশঙ্কা রয়েছে ভূ-স্তারের কাঠামো এলোমেলো হয়ে যাওয়ার কারণে।
বেড়া পানি উন্নয়ন বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, ভাঙন প্রতিরক্ষা কাজের পাশ দিয়ে যমুনা নদী প্রবাহিত হচ্ছে। এতে নদীর যেকোনো পয়েন্ট থেকে বালু উত্তোলন প্রতিরক্ষা কাজের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। নদীর যে স্থান থেকে বালু উত্তোলন করা হয়, তার চার পাশের এলাকা ধসে যাওয়ার আশঙ্কা থাকে। এসব প্রতিরোধে প্রশাসনকেই এগিয়ে আসতে হবে। বন্ধ করতে হবে অবৈধভাবে বালু উত্তোলন।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোরশেদুল ইসলাম বলেন, থানা পুলিশ, নগরবাড়ি ও নৌ-পুলিশের সহায়তায় বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চলমান আছে। তবে নৌ-পুলিশের জনবল সঙ্কটের কারণে রাতের বেলা অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না।

 


আরো সংবাদ



premium cement
সচিবালয়ের সামনে পুলিশের সাথে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বাড়ি, জমি ও ফ্ল্যাট জব্দের আদেশ ইবির পাঠ্যসূচিতে যুক্ত হচ্ছে জুলাই বিপ্লবের ইতিহাস সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ ২ জনের মৃত্যু নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চেয়ে টিউলিপ সিদ্দিকের চিঠি আনুষ্ঠানিকভাবে ব্রিকসের সদস্যপদ পেল ইন্দোনেশিয়া পাত্রী দেখতে যাচ্ছিলেন ফরিদপুরে দুর্ঘটনায় নিহতরা কুড়িগ্রামে ২০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ চাটমোহরে আ: লীগ নেতাসহ গ্রেফতার ৩ সাভারে বিপিএটিসি’র কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত তীব্র ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ

সকল