০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

দু’দিন পর সূর্যের দেখা মিললেও চুয়াডাঙ্গায় কনকনে ঠাণ্ডা

দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন : নয়া দিগন্ত -

ঘন কুয়াশার সাথে হাঁড়কাঁপানো শীতে বিপর্যস্ত চুয়াডাঙ্গার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে ছিন্নমূল ও অসহায় মানুষের দুর্ভোগ চরমে। তীব্র শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হওয়া খেটে খাওয়া মানুষ পড়েছেন বিপাকে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন শীতার্ত মানুষ। দু’দিন পরে আজ সূর্যের দেখা মিললেও নেই উত্তাপ। সন্ধ্যারাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টির পানির মতো ঝরছে শিশির। যার ফলে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।
গতকাল রোববার এ জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে এ মৌসুমে এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সর্বশেষ গত শুক্রবার ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও রেকর্ড করা হয়।
চুয়াডাঙ্গা সদরের আমিরপুর গ্রামের শ্রমিক সবেদ আলী বলেন, প্রতিদিনই কাজের সন্ধানে বাইরে আসছি কিন্তু কাজ না পেয়ে ফিরে যাচ্ছি। যেভাবে বাতাস বইছে তাতে কাজ করাও কঠিন। আবার কাজ না করলেও পেট চালানো দায়। ভ্যানচালক মাসুম মিয়া বলেন, রাস্তাঘাটে যাত্রী নেই একদম। সকাল আর সন্ধ্যায় তো লোকজন একদমই কম। সূর্য উঠলে কিছু মানুষ বাইরে বের হয়। অলস সময় কাটছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, শৈত্যপ্রবাহ কেটেছে। তাপমাত্রাও খানিকটা বেড়েছে। কিন্তু বাতাসের গতিবেগ আর সূর্যের উত্তাপ না থাকায় শীত বেশি অনুভূত হচ্ছে। তাপমাত্রার কিছুটা উন্নতি হলেও ১০ জানুয়ারি থেকে আবারো শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে।

 

 


আরো সংবাদ



premium cement
সচিবালয়ের সামনে পুলিশের সাথে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বাড়ি, জমি ও ফ্ল্যাট জব্দের আদেশ ইবির পাঠ্যসূচিতে যুক্ত হচ্ছে জুলাই বিপ্লবের ইতিহাস সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ ২ জনের মৃত্যু নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চেয়ে টিউলিপ সিদ্দিকের চিঠি আনুষ্ঠানিকভাবে ব্রিকসের সদস্যপদ পেল ইন্দোনেশিয়া পাত্রী দেখতে যাচ্ছিলেন ফরিদপুরে দুর্ঘটনায় নিহতরা কুড়িগ্রামে ২০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ চাটমোহরে আ: লীগ নেতাসহ গ্রেফতার ৩ সাভারে বিপিএটিসি’র কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত তীব্র ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ

সকল