নোয়াখালীতে ছাত্রলীগের হামলায় ৩ সমন্বয়ক আহত : গ্রেফতার ২
- নোয়াখালী অফিস
- ০৬ জানুয়ারি ২০২৫, ০২:০৯
নোয়াখালীর সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলায় তিন সমন্বয়ক আহত হয়েছেন। আহত সমন্বয়কেরা হলেন- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র সমন্বয়ক মেহেদী হাসান সীমান্ত (২৪), স্থানীয় ছাত্র সমন্বয়ক মামুনুর রশীদ তুষার (২৬) ও হাসান আহম্মেদ গালিব (২৬)। গত শনিবার রাত ১টায় দিকে জেলা শহর মাইজদীর মধুসূদনপুর এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে জেলা শহর মাইজদীর হকার্স মার্কেটের একটি দোকানের দখল নিয়ে শনিবার সন্ধ্যা দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই সময় সেখানে গিয়ে সমন্বয়করা কথা বলেন এবং তাদেরকে বিষয়টির মিটমাট করে দিতে পাশের সেনাবাহিনীর ক্যা¤েপ নিয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলা হয়। পরে আহতদেরকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
নোবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল জকি হোসেন বলেন, এ হামলার সাথে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীতের নেতাকর্মীরা জড়িত। তিনি হামলাকারী দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
এ ব্যাপারে নোয়াখালীর সুধারামপুর থানার ওসি জানান, আমরা সকাল ৬টার পর দুইজনকে আট করেছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা