সর্বোচ্চ মামলা নিষ্পত্তি, ম্যাজিস্ট্রেটকে শুভেচ্ছা স্মারক
- মুন্সীগঞ্জ প্রতিনিধি
- ০৬ জানুয়ারি ২০২৫, ০২:০৯
মুন্সীগঞ্জ আদালতে এক মাসে সর্বোচ্চ ১০৪টি মামলা নিষ্পত্তি করায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে। গতকাল সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের খাস কামরায় শুভেচ্ছা স্মারক প্রদান করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন।
জানা গেছে, এই প্রথমবারের মতো মুন্সীগঞ্জ আদালতে গত ডিসেম্বর মাসে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারাধীনে থাকা ১০৪টি মামলা নিষ্পত্তি করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম। এতে ৫৩টি মামলায় খালাস দেয়া হয়, ১০টি মামলায় সাজা দেয়া হয় এবং অন্যান্য কারণে ৪১টি মামলা নিষ্পত্তি করা হয়।
আদালতের বিচারকদের সিদ্ধান্তে শহিদুল ইসলামকে শুভেচ্ছা স্মারক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো’তাছিম বিহ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক জুলফিকার হোসাইন রনি, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক মানিক দাস, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক মুহসিনা হোসেন তুষি, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দুরদানা রহমান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা