১৬ বছর পর রাবিতে ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব
- রাবি প্রতিনিধি
- ০৬ জানুয়ারি ২০২৫, ০২:০৯
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রশিবিরের উদ্যোগ সাত দিনব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব শুরু হয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরে সকাল ৯টা থেকে এ উৎসব শুরু হয়। ইংরেজি নববর্ষ উপলক্ষে আয়োজিত এ প্রকাশনা উৎসবে নববর্ষের ক্যালেন্ডার, ডায়েরি, কলম, স্টিকার এবং বিভিন্ন ধরনের ইসলামী বই ও পবিত্র কুরআন শরিফ বিক্রি করা হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শহর থেকে নানা বয়সের মানুষ আসছেন স্টলগুলো ঘুরে দেখতে। অনেকে তাদের ছেলেমেয়েদের জন্য কিনে নিচ্ছেন বই ও অন্যান্য প্রকাশনা সামগ্রী।
স্টল দেখতে আসা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নুরহান উদ্দীন বলেন, এখানে জুলাই বিপ্লবের তথ্যসমৃদ্ধ ক্যালেন্ডার, ডায়েরি ও বিভিন্ন ইসলামীর বই পাওয়া যাচ্ছে। এ ধরনের প্রকাশনা উৎসব প্রতি বছরই করা উচিত বলে আমি মনে করি।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাবি শাখার সেক্রেটারি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, গত ১৫-১৬ বছর আমরা এসব শিক্ষামূলক প্রোগ্রাম করতে পারিনি। এখন আল-হামদুলিল্লাহ, আমরা উন্মুক্ত ময়দানে প্রশাসনের অনুমতি নিয়েই প্রকাশনা উৎসব করতে পারছি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা