০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

ইবি ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল সেক্রেটারি ইউসুব

-

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৫ সেশনের নতুন কমিটি গঠিত হয়েছে। সংগঠনটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান ও সেক্রেটারি মনোনীত হয়েছেন ইউসুব আলী। গতকাল রোববার ক্যাম্পাস পাশের একটি মিলনায়তনে আয়োজিত সদস্য সমাবেশে এ কমিটি গঠিত হয়।
সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন মাহমুদুল হাসান। পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান কেন্দ্রীয় সেক্রেটারি। শপথের পরে সদস্যদের পরামর্শের ভিত্তিতে শাখা সেক্রেটারি হিসেবে ইউসুব আলীকে মনোনীত করেন নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান।
নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ও সেক্রেটারি ইউসুব আলী আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

 


আরো সংবাদ



premium cement