ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল
- মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
- ০৬ জানুয়ারি ২০২৫, ০২:০৮
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও যারা আহত অবস্থায় দিনাতিপাত করছেন তাদের স্মরণে দোয়া মাহফিল ও জনসভা করেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলা বিএনপি ও তাদের অঙ্গ এবং সহযোগী সংগঠন। গত শনিবার উপজেলার মহিষমারা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আশ্রা বাজার খেলার মাঠে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে বিএনপি সভাপতি আব্দুল হাকিম খানের সভাপতিত্বে প্রধান অতিথি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন বলেন, ড. ইউনূসের সরকার যে সংস্কার করতে চাইছে তা অবশ্যই হবে; কিন্তু টেবিলে বসে যে সংস্কার হবে তা আমরা মানি না। তাড়াতাড়ি নির্বাচন দিতে হবে। আপনারাও নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। এ সময় প্রধান বক্তব্য দেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য শামছুজ্জামান সুরুজ। সাধারণ সম্পাদক আব্দুস ছালাম খান পিন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, উপজেলা সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা