শ্রীনগরে অতিরিক্ত সচিবের বাড়িতে ডাকাতি
- শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
- ০৬ জানুয়ারি ২০২৫, ০২:০৮
পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম খানের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ডাকাতি হয়েছে। গত শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নে শিবরামপুর গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল সেলিম খান ও তার চাচাতো ভাইয়ের বাড়ি থেকে প্রায় সাড়ে ছয় লাখ টাকা, ১৬ ভরি স্বর্ণালঙ্কার ও ৫০ হাজার টাকার প্রাইজবন্ড লুট করে নিয়ে যায়।
জানা গেছে, একটি সঙ্ঘবদ্ধ ডাকাত দল সেলিম খানের বাড়িতে ঢুকে বাড়ির কেয়ারটেকার জিয়াউদ্দিনকে (৪৮) বেঁধে একটি ঘরে আটকে রাখে। এরপর বাড়ির সিসি ক্যামেরা খুলে বিল্ডিংয়ের দরজা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। এ সময় বাড়িতে থাকা সেলিম খানের বোন রওশন আরা (৫৫) ও ভাগ্নি এশাকে (১০) অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা ওয়ারড্রব ও স্টিলের আলমারি ভেঙে তিন লাখ ৪০ হাজার টাকা, ৫০ হাজার টাকার প্রাইজবন্ড ও ৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে। যাওয়ার সময় সিসি ক্যামেরার ডিভিআর নিয়ে যায়।
পরে ডাকাত দলটি সেলিম খানের চাচাতো ভাই রেজানুর খান রতনের বিল্ডিংয়ে ঢুকে সেই বাড়ি থেকে তিন লাখ টাকা ও ১১ ভড়ি স্বর্ণালঙ্কার লুট করে।
রোববার দুপুরে অতিরিক্ত সচিব সেলিম খান ঢাকা থেকে তার গ্রামের বাড়িতে আসেন। এ সময় তিনি বলেন, এলাকায় কারোর সাথেই তার শত্রুতা নেই। এটি একটি পরিকল্পিত ডাকাতির ঘটনা।
শ্রীনগর থানার ওসি কাইয়ূম উদ্দিন চৌধুরী বলেন, এ বিষয়ে ডিবি পুলিশসহ পুলিশের একাধিক টিম কাজ করছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা