যশোরের প্রত্নঢিবির নিদর্শনে বদলে যাচ্ছে জনপদের ইতিহাস
- এরশাদ আলী খুলনা ব্যুরো
- ০৫ জানুয়ারি ২০২৫, ০৩:০৮
মনিরামপুর উপজেলার দমদম পীরস্থান এবং সবশেষ ধনপোতা প্রতœঢিবিতে খনন করে প্রতœতাত্ত্বিক নিদর্শনগুলো এখন যশোর জনপদের ইতিহাস সম্পর্কিত ভাবনা বদলে দিচ্ছে। সেখানকার ভূমি গঠন যতটা পুরানো বলে এতদিন চিন্তা করা হচ্ছিল, তার চেয়েও অনেক প্রাচীন বলে খুলনা আঞ্চলিক প্রতœতত্ত্ব অধিদফতরের কর্মকর্তারা ধারণা করছেন।
খুলনা বিভাগীয় আঞ্চলিক প্রতœতত্ত্ব অধিদফতর সূত্রে জানায়, ৯০ দশকে যশোর জেলার ভরত-ভায়না গ্রামের ভরত রাজার দেউলে প্রতœতাত্ত্বিক খনন দিয়ে শুরু হয় এককালের যশোর রাজ্য এবং পরে ব্রিটিশ রাজত্বকালে ঘোষিত বেঙ্গলের প্রথম জেলা যশোরের ইতিহাস অনুসন্ধান। এ অঞ্চলের ওপর রচিত ইতিহাস বইয়ের মধ্যে ১৯১৪ সালে প্রকাশিত প্রথম ও প্রামাণ্যচিত্র সতীশ চন্দ্র মিত্রের ‘যশোহর খুলনার ইতিহাস’ গ্রন্থের উপক্রমনিকায় লেখা হয়েছে, ‘বঙ্গদেশে প্রেসিডেন্সির পূর্ব্বাংশই যশোহর-খুলনা জেলা। যশোহর অতি প্রাচীন রাজ্য। অতি অল্পদিনে (১৮৮২) এটা হতে বিচ্যুত হয়ে খুলনা পৃথক জেলা হিসেবে পরিণত হয়। গ্রন্থের ২০০১ সালে পুনর্মুদ্রিত প্রথম ও দ্বিতীয় খণ্ডের ১৩৪ পৃষ্ঠায় বলা হয় ‘বর্তমান যশোহর নগর হতে শুরু করে কপোতাক্ষের পূর্ব্বকূল দিয়ে দক্ষিণে চাঁদখালি (বর্তমানে খুলনার পাইকগাছা উপজেলা) পর্যন্ত অনেক স্থানে পুরাতন ভগ্নাবশেষের স্তূপ পাওয়া যায়।
সতীশ মিত্রের বইয়ে ভরত-ভায়নার ঢিবি নিয়ে আলাদা ছোটখাট বর্ণনা আছে। তার ভিত্তিতেই বাংলাদেশ প্রতœতত্ত্ব অধিদফতর সেখানে ১৯৮৪-৮৫ এবং ১৯৯৬-২০০১ সময়কালে প্রতœতাত্ত্বিক খনন চালায়। দীর্ঘবিরতির পর ২০১৬-১৭ সালে পরিচালিত খননে তিনটি স্থাপত্যিক কাল পর্ব পাওয়া যায়। এর দ্বিতীয় কালপর্বে প্রাপ্ত কাঠামোটিকে বৌদ্ধ মন্দির বা স্তূপ হিসেবে শনাক্ত করা যায়। কিন্তু সেখানকার খননে প্রাপ্ত আলামত ছিল অপ্রতুল। তবে পরের প্রতœ স্থানগুলোতে প্রাপ্ত আলামত ইতিহাসের কাল বিচারে বেশ সহায়ক।
অধিদফতর সূত্র অনুযায়ী, ২০২৪ যশোরের পূর্বতন মহকুমা, বর্তমান মাগুরা জেলার ভাতভিটায় খনন করা হয়। এরপর ২০০৫-০৭ বছরে যশোর জেলার মনিরামপুর উপজেলার দমদম পীরস্থান, ২০১৭ সালে সাতক্ষীরা জেলার তালা উপজেলার ঝুরিঝাড়া, ২০১৯-২০ সালে যশোরের ডালিঝাড়া ও ২০২১ সালে খুলনার কপিলমুনিতে খনন করে। সবশেষে ২০২৪ সালের ১০ ডিসেম্বর যশোর মনিরামপুরের খেদাপাড়ার ধনপোতা ঢিবিতে প্রতœতত্ত্ব অধিদফতর খনন করছে। এগুলোর মধ্যে মাগুরার ভাতভিটা ছাড়া বাকিগুলো যশোরের দক্ষিণ দিকে অবস্থিত। এসব প্রতœস্থলে ইস্টক নির্মিত গৃহের কাঠামো তো রয়েছেই, সেই সাথে আরো আলামত হিসেবে অলঙ্কৃত ইট, মৃৎপাত্র, মূর্তি এবং টেরাকোটা পাওয়া যায়। প্রতœতত্ত্ব অধিদফতরের খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক (আরডি) লাভলী বেগম জানান, মনিরামপুরের ভোজগাতি ইউনিয়নের দোনার গ্রামের দমদম পীরস্থান ঢিবি খনন করে প্রথম নির্মাণ যুগের ১৯ কক্ষবিশিষ্ট স্থাপত্যিক কাঠামো পাওয়া যায়।
আরডি বলেন, প্রাপ্ত প্রতœবস্তুগুলো পর্যবেক্ষণ থেকে আমরা সেগুলোর বয়স সম্পর্কে যে আনুমানিক ধারণা করি, তার সাথে ৪০/৫০ বছর আগপিছ হতে পারে। তিনি বলেন, দমদম পীরস্থানের আলামতগুলো সেখানে খৃস্টপূর্ব প্রথম শতকে জনবসতির সাক্ষ্য দেয়। খেদাপাড়ার ধনপোতাও তার কাছাকাছি দূরত্বে অবস্থিত এবং সমসাময়িক কালের বলে অনুমিত হয়।
প্রতœতত্ত্ব অধিদফতরের সহকারী পরিচালক গোলাম ফেরদৌস জানান, এসব প্রতœস্থান থেকে প্রাপ্ত আলামতগুলোকে যশোর জনপদের ইতিহাসের বাকবদল বলা চলে। যশোর এলাকার ভূমিগঠন হওয়ার সময়কাল নিয়ে আগে যে ধারণ ছিল তারও আগে আদি মধ্যযুগে হয়ে থাকতে পারে বলে আমরা ধারণা করছি। যশোর দ্বীপাঞ্চল সিন্ধু সভ্যতার সমসাময়িক কালের হতে পারে। তবে সিন্ধুর মতো উন্নত হয়ে ওঠেনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা