০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

ভালুকায় খাল খননের মাটি যাচ্ছে বাসাবাড়ি ও ইটভাটায়

ভালুকায় লাউতি খাল খননের পর মাটি নিয়ে যাচ্ছে প্রভাবশালীরা : নয়া দিগন্ত -

ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ি এলাকা দিয়ে প্রবাহিত লাউতি ও বিলাইজুরি খালের মাটি লুটপাট করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রায় প্রতিদিনই ড্রাম্প ট্রাকের মাধ্যমে খাল খননের মাটি লুট করে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। গত বছর ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে লাউতি খালের ১৪.৬ কিলোমিটার খনন করা হয়।
জানা গেছে, ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উদ্যোগে লোক দেখানো লাউতি ও বিলাইজুরি খাল খননের পর মাটিগুলো খালের পাড়েই রাখা হয়। কিন্তু খননের পরই শুরু হওয়া অতিবৃষ্টি ও উজানের ঢলে প্রায় অর্ধেক মাটি পূণরায় খালেই গলে পড়ে। বাকি যে মাটি ছিল, তার কিছু মাটি তখনই লুট হয়ে যায়। আর অবশিষ্ট মাটিগুলো কিছুদিন ধরে উপজেলার কাশর, হাবিরবাড়ি, আউলাতলীসহ ভাটি এলাকায় খালের পাড় থেকে রাতে এস্কেভেটর দিয়ে ড্রাম্প ট্রাকে তুলে একটি প্রভাবশালী সিন্ডিকেট বিভিন্ন বাসাবাড়ি ও ইটভাটাসহ বিভিন্নস্থানে বিক্রি করে দিচ্ছে। ভালুকা সিডস্টোর-বাটাজোর সড়কে লাউতি খালের ওপর নির্মিত ব্রিজের উজানে কাশর এলাকার প্রায় সব মাটিই লুট করে নিয়ে যাচ্ছে এবং প্রতিট্রাক মাটি এক হাজার ৪০০ থেকে এক হাজার ৫০০ টাকায় বিক্রি করা হচ্ছে।

এলাকাবাসী জানান, স্থানীয় শাহাব উদ্দিন তালুকদার, আফাজ উদ্দিন, আব্দুল হাকাম, আবুল কাশেম, মজলিস, ইলিয়াস, রুবেল খান, জসিম উদ্দিন ও দুলু মিয়াসহ বেশ কয়েকজন লোক মাটি লুটের কাজের সাথে জড়িত।
তবে, শাহাব উদ্দিন তালুকদার ও জসিম উদ্দিন মাটি বিক্রির বিষয়টি অস্বীকার করে জানান, পানি উন্নয়ন বোর্ডে আবেদন করেই তারা লাউতি খাল পাড়ের মাটি নিয়ে তাদের জমির নিচুস্থান ভরাট করেছেন। এস্কেভেটরের মালিক আবুল কাশেম জানান, পানি উন্নয়ন বোর্ডের লিখিত অনুমতি সাপেক্ষে তারা মাটি কেটে নিচ্ছেন।
পাউবো ময়মনসিংহের উপসহকারী প্রকৌশলী গৌতম বিশ^াস জানান, গত বছর ১৫ কোটি পাঁচ লাখ টাকা ব্যয়ে খিরু নদীর ২৪.৩ কিলোমিটার, পাঁচ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে লাউতি খালের ১৪.৬ কিলোমিটার এবং ৮৩ লাখ টাকা ব্যয়ে ৪. ৯০০ কিলোমিটার বিলাইজুরি খালটি খনন করা হয়। খননের পর মাটিগুলো পাড়েই রাখা হয়েছিল। ওইসব মাটি বিক্রি বা কেটে নেয়ার কোনো অনুমতি নেই। যদি কেউ তা নিয়ে থাকে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে এই ব্যাপারে আইনী ব্যবস্থা নেয়া হবে।

 


আরো সংবাদ



premium cement