০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

গণ অধিকার পরিষদের কুড়িগ্রাম জেলা কমিটি বাতিলের দাবি

-

গণ অধিকার পরিষদের কুড়িগ্রাম জেলা কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে কুড়িগ্রাম প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে পদ বঞ্চিত একটি পক্ষ। এ সময় উপস্থিত ছিলেন- দলটির রংপুর বিভাগীয় উপকমিটি প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মোফাখেরুল ইসলাম মিঠুন, সাংগঠনিক সম্পাদক মিনারুল ইসলামসহ দলের অন্য নেতারা।
সংবাদ সম্মেলনে মাহমুদুল হাসান জুয়েল লিখিত বক্তব্যে বলেন, গণ অধিকার পরিষদের জেলা কমিটি গঠন করার জন্য বিভাগীয় উপকমিটিকে দায়িত্ব দেয়া হয়। সে মোতাবেক রংপুর বিভাগীয় উপকমিটি কুড়িগ্রাম জেলা কমিটি গঠনের জন্য অ্যাডভোকেট সাজ্জাদ হোসেনকে সভাপতি ও মাহমুদুল হাসানকে সাধারণ সম্পাদক করে একটি পূর্ণাঙ্গ কমিটির তালিকা তৈরির পর তা অনুমোদনের জন্য কেন্দ্রে প্রেরণ করে। কিন্তু প্রস্তাবিত কমিটিকে উপেক্ষা ছাত্র অধিকার পরিষদের সভাপতি বীন ইয়ামিন মোল্লা মনগড়া কমিটি গঠন করে এবং তা ফেসবুকে প্রকাশ করে।

 

 


আরো সংবাদ



premium cement