০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

গেল বছরে সিলেট বিভাগে ৩৪৮ দুর্ঘটনায় নিহত ৪৬৮

নিরাপদ সড়ক চাই সিলেট বিভাগীয় কমিটির প্রতিবেদন
-

গেল বছরে সিলেট বিভাগে ৩৪৮টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৪৬৮ জনের। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৫৯১ জন। এরমধ্যে বছরের শেষ মাস ডিসেম্বরে সিলেট বিভাগে ৩১টি সড়ক দুর্ঘটনায় ৩৮ জন নিহত ও ৭৭ জন আহত হয়েছেন।
গতকাল শনিবার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে। নিসচা প্রেরিত গত বছরের প্রতিবেদন পর্যালোচনা করে জানা গেছে, বিভাগে ৩৪৮টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪৬৮জন। এর মধ্যে নভেম্বর মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ৩৪ জন আহত হন। অক্টোবরে ৩৬টি সড়ক দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ৬৭ জন আহত হন। সেপ্টেম্বর মাসে ২৪টি সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত ও ২৪ জন আহত হন। আগস্ট মাসে ১৯টি সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত ও ৪৪ জন আহত হন। জুলাই মাসে ২৭টি সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ৩৬ জন আহত হন। জুন মাসে ২৭টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত ও ৪৫ জন আহত হন। মে মাসে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৮৭ জন আহত হন। এপ্রিল মাসে ৩৭টি সড়ক দুর্ঘটনায় ৪৪ জন নিহত ও ৭৫ জন আহত হন। মার্চ মাসে ৩৬টি সড়ক দুর্ঘটনায় ৪২ জন নিহত ও ৯৮ জন আহত হন। ফেব্রুয়ারি মাসে ২৫টি দুর্ঘটনায় নিহত হন ২৬ জন ও আহত হয়েছিলেন ৬৬ জন। জানুয়ারি মাসে ২৮টি সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ২৯ জন আহত হন।

এ দিকে শনিবার নিসচা প্রকাশিত গত মাসের (ডিসেম্বরের) প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে- গেল মাসে বিভাগে ৩৮ নিহতের মধ্যে ১২ জনই মোটরসাইকেল চালক ও আরোহী। এর মধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে হবিগঞ্জ জেলায়। ডিসেম্বর মাসে সিলেট জেলায় ৯টি সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৭টি সড়ক দুর্ঘটনায় ৮ নিহত ও ৬ আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৯টি সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ৫২ জন আহত হয়েছেন।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে জানান, কয়েকটি স্থানীয় দৈনিক, অনলাইন, জাতীয় দৈনিক পত্রিকার তথ্য পর্যালোচনা করে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।
প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, ডিসেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১২ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৫ জন সিএনজি চালক ও আরোহী এবং ৯ জন পথচারী রয়েছেন। এ ছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৬টি দুর্ঘটনায় ৭ জন, মুখোমুখি সংঘর্ষে ৬টি দুর্ঘটনায় ৮ জন নিহত, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় ৩টি দুর্ঘটনায় ৫ জন। এ সময় ১০ জন চালক নিহত হয়েছেন।
এ ছাড়া ডিসেম্বর মাসে নিহত ৩৮ জনের মধ্যে ৩১ জন পুরুষ, ৪ জন নারী ও ৩ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।


আরো সংবাদ



premium cement
সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তদন্তের নির্দেশনা রাষ্ট্রপতির মুন্সীগঞ্জ আদালতে জুলাই স্মৃতি সংযোগ করিডোরের ভিত্তিপ্রস্তর স্থাপন বিআইআইএফের মানবসম্পদ ব্যবস্থপনা বিষয়ক সেমিনার সস্ত্রীক দুদকের জালে মোস্তাফিজুর শিমুল ও ছাগলকাণ্ডের মতিউর চবি ছাত্র হৃদয় তরুয়া হত্যায় যুবলীগ নেতা এরশাদ গ্রেফতার ছাত্রশিবির অধিকার হারা মানুষের জন্য অগ্রণী ভূমিকা পালন করছে : নূরুল ইসলাম বুলবুল উৎপাদনে আসছে পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট রাত নামলেই চোরের উপদ্রব বাড়ে চট্টগ্রামে ঢাবি ১৬২ শিক্ষার্থীর আকিজ-মনোয়ারা ট্রাস্ট বৃত্তি লাভ আগে বিচার ও সংস্কার এরপর নির্বাচন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হলেন নজরুল ইসলাম

সকল