মুন্সীগঞ্জে জন্মদিনের দাওয়াত দিয়ে ধর্ষণের পর হত্যা
- মুন্সীগঞ্জ প্রতিনিধি
- ০৫ জানুয়ারি ২০২৫, ০২:৫৬
মিথ্যা জন্মদিনের দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে মাদরাসাছাত্রী নুরজাহানকে (১৬) মদ খাইয়ে ধর্ষণ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নুরজাহান মুন্সীগঞ্জের আদর্শ মাদরাসার নবম শ্রেণীর ছাত্রী। ঘটনাটি ঘটেছে ৩১ ডিসেম্বর। ২ জানুয়ারি সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। রাতেই ঢাকা মেডিক্যালে নেয়ার পথে মেয়েটি মারা যায়। ঢাকা মেডিক্যালে ময়নাতদন্ত করার কারণে লাশ মুন্সীগঞ্জে আসতে দুই দিন সময় লেগে যায়। গতকাল শনিবার বিকেলে সদর হাসপাতালের সামনে থেকে ধর্ষক ফয়েজকে আটক করে পুলিশকে খবর দিলে তাকে থানা হেফাজতে নিয়ে যায় পুলিশ। নিহত নুরজাহান মুন্সীগঞ্জ সদর থনার চরকেওয়া ইউনিয়নের গুহের কান্দি গ্রামের রিপন শেখ ও হালিমা বেগমের মেয়ে।
নুরজাহানের মা হালিমা বেগমের অভিযোগ, তার মেয়েকে মদ খাইয়ে ধর্ষণ করে। তার বান্ধবীরা রক্তাক্ত অবস্থায় বাড়িতে নিয়ে আসে। ফয়েজ নামের একটি ছেলের সাথে নুরজাহানের প্রেমের সম্পর্ক ছিল। সেই ছেলে চরকিশোরগঞ্জে মিথ্যা জন্মদিনের কথা বলে নুরজাহানকে নিয়ে যায়।
ফয়েজ স্বীকারোক্তি দিয়ে বলেছে, চরকিশোরগঞ্জ ঘাটে নুরজাহান ও মনিকা নামের একটি মেয়েকে নিয়ে ৩১ ডিসেম্বর সন্ধ্যায় জন্মদিন পালন করেছে সে। পরে মনিকার মাধ্যমে নুরজাহানকে অজ্ঞান অবস্থায় ১ জানুয়ারি বিকেলে গুহের কান্দির তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়।
নুরজাহানের বান্ধবী মনিকা জানান, ৩১ ডিসেম্বর রাতে নুরজাহানকে ফয়েজ তার বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে মদ খাইয়ে সারা রাত ধর্ষণ করে অজ্ঞান করে ফেলে। পরের দিন অজ্ঞান অবস্থার ফয়েজের বাড়ি থেকে নুরজাহানকে তার বাড়িতে দিয়ে আসি।
এ বিষয়ে সদর থানার অফিসার সাইফুল আলম জানান, জনতার হাতে আটকের পর আমরা ফয়েজকে থানায় নিয়ে আসি। জিজ্ঞাসাবাদের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা