গোয়ালন্দে পেঁয়াজক্ষেতে আগাছানাশক প্রয়োগ
- গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
- ০৫ জানুয়ারি ২০২৫, ০২:৪৭
রাজবাড়ীর গোয়ালন্দে পূর্বদ্বন্দ্বের জের ধরে দেড় বিঘা জমির অর্ধপরিপক্ব পেঁয়াজ নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। গোয়ালন্দের দেবগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চর পাঁচুরিয়া অম্বলপুর গ্রামের মৃত তাইজদ্দিন শেখের ছেলে দরিদ্র কৃষক শামজাদ শেখ (৫৫) এই পেঁয়াজক্ষেতের মালিক।
ভুক্তভোগী কৃষক শামজাদ এ বিষয়ে গত বৃহস্পতিবার গোয়ালন্দ ঘাট থানা, উপজেলা নির্বাহী অফিস ও কৃষি কর্মকর্তা বরাবর ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত ওই যুবক আব্দুস ছাত্তার শেখ (৪০) একই এলাকার গেদা শেখের ছেলে।
গত শুক্রবার ওই চাষির জমিতে গিয়ে দেখা যায়, আগাছানাশক তরল ওষুধ স্প্রে করায় অর্ধপরিপক্ব পেঁয়াজের গাছগুলো পচন ধরে শুকিয়ে সম্পূর্ণ ক্ষেত সাদা হয়ে গেছে। ভুক্তভোগী দরিদ্র কৃষক শামজাদ শেখ ক্ষেতের মধ্যে আহাজারি করছেন। পাশের কৃষকরা তাকে সন্ত্বনা দিতে দেখা গেছে।
এ সময় শামজাদ শেখ জানান, মাস কয়েক আগে আমার ধানের জমি থেকে ওই ছাত্তার পানি কেটে নেয়াকে কেন্দ্র করে তার সাথে আমার দ্বন্দ্ব চলে আসছিল। ওই ঘটনার জের ধরে সে সপ্তাহখানেক আগে এই আধাপাকা দেড় বিঘা পেঁয়াজ ও রসুনক্ষেতে ঘাস মারা ওষুধ দিয়ে নষ্ট করে দিয়েছে।
স্থানীয় কৃষক রমজান আলী, কালাম শেখ, জসিম শেখসহ একাধিক ব্যক্তি জানান, ছাত্তার খারাপ প্রকৃতির লোক। এর আগেও এক কৃষকের ক্ষেতের উচ্ছে ওষুধ ছিটিয়ে নষ্ট করেছিল। এবার এই পেঁয়াজ নষ্ট করেছে। সে কোনো সালিস বিচার মানে না।
অভিযুক্ত ছাত্তারকে পাওয়া যায়নি। তবে তার বৃদ্ধ পিতা গেদাই শেখ বলেন, আমার ছেলে এ কাজ করেনি। সালিস বিচার হয়েছে কি না তাও আমি জানি না।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, অভিযোগের সত্যতা ক্ষতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার নাহিদুর রহমান বলেন, ওই কৃষকের অভিযোগটি তদন্তের জন্য উপজেলা কৃষি অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে। তিনি তদন্ত রিপোর্ট দেয়ার পর পরবর্তী সিন্ধান্ত গ্রহণ করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা