ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম
- রংপুর ব্যুরো
- ০৫ জানুয়ারি ২০২৫, ০২:৪৬
ছাত্র সংসদ নির্বাচন এবং জুলাই বিপ্লবে ছাত্রদের ওপর হামলাকারীদের নাম প্রকাশ ও শাস্তি দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে তাদের দাবি মানা না হলে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়ার হমকি দিয়েছেন তারা। গতকাল শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই হুমকি দেন। এ সময় বক্তব্য রাখেন- সমন্বয়ক সামসুর রহমান সুমন, রহমত আলী, আশিকুর রহমান, মো: নয়ন, মো: সাকিব প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তে ছাত্র আন্দোলনের বিরোধিতাকারী ও হামলাকারী ৭২ জন অপরাধীর কথা উল্লেখ করা হলেও এখনো তাদের নাম প্রকাশ করা হয়নি। আগামী ৫ জানুয়ারির মধ্যে অপরাধীদের তালিকা প্রকাশ ও ছাত্র সংসদ নির্বাচনের ফুল রোডম্যাপ দিতে হবে। ছাত্র সংসদ নির্বাচনের আগে শিক্ষক সমিতিসহ অন্য কোনো নির্বাচন ক্যাম্পাসে করতে না দেয়ার সিদ্ধান্ত জানাতে হবে কর্তৃপক্ষকে। এই দাবি না মানলে ৬ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়া হবে।
প্রসঙ্গত, ক্যাম্পাসে শিক্ষক সমিতির নির্বাচন নিয়ে এখন তোলপাড় চলছে। এ ছাড়াও জুলাই বিপ্লবে বিরোধিতাকারী ও হামলাকারী ৭২ জনের নাম সিন্ডিকেটে নির্ধারণ করা হলেও এখনে তাদের শাস্তি দেয়া হয়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা