০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক অবরোধ

-

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা ৫ মিনিট পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ অবরোধের কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা ২৪ ঘণ্টার মধ্যে জড়িত ছাত্রলীগ নেতাদের গ্রেফতারের আলটিমেটাম দিয়ে পুলিশের অনুরোধে সড়ক থেকে সরে দাঁড়ায়।
খোঁজ নিয়ে জানা গেছে, বেলা ৩টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এসে জড়ো হন। পরে তারা কাউতলী এলাকায় গিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় মহাসড়কের উভয়পাশে দুই কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় তরা অভিযোগ করে বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মিছিল করা মানে গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ। তাদেরকে গ্রেফতারে পুলিশের কোনো দৃশ্যমাণ কার্যক্রম চোখে পড়ছে না।
সদর থানার ওসি মো: মোজাফফর হোসেন জাানান, ইতোমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলাও দায়ের হয়েছে। কারা কারা জড়িত তাদের সবাইকে চিহ্নিত করার চেষ্টা চলছে। আন্দোলনকারীদের পক্ষে বোরহান উদ্দিন সিয়াম ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদেরকে গ্রেফতারের আলটিমেটাম দেন। অন্যথায় আরো কঠোর কর্মসূচি ঘোষণা দেয়া হবে।
উল্লেখ্য, নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। জেলা ছাত্রলীগের ব্যানারে পৌর এলাকার ফুলবাড়িয়ায় মিছিলটি বের হয়ে পৈরতলা অভিমুখে যায়। পরে সেখানের সড়কের পাশে রাখা মোটরসাইকেলে কেক রেখে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
রাতেই জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সুজন দত্ত, জেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ফেসবুকে এ সংক্রান্ত ভিডিও ও ছবি পোস্ট করেন।

 


আরো সংবাদ



premium cement
চৌগাছায় স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণের ৩ ঘণ্টা পর উদ্ধার, আটক ২ ভারতের দখলে থাকা কোদলা নদীর ৫ কিলোমিটার উদ্ধার করেছে বিজিবি বাংলার মাটিতেই গুম-হত্যার বিচার হবে : ব্যারিস্টার রুমিন ফারহানা চট্টগ্রাম আদালত থেকে ১৯১১টি মামলার ফাইল ‘উধাও’ বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত সুনামগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান অবনী মোহন গ্রেফতার খালেদা জিয়ার গাড়ির রুট প্রকাশ যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে শীতকালীন ঝড় রাজধানীতে র‌্যাবের বিশেষ চেকপোস্ট ও রোবাস্ট পেট্রোল কার্যক্রম জোরদার সাবেক হুইপ কমলের ক্যাশিয়ার তপনকে পুলিশে দিল ছাত্র-জনতা পদত্যাগের ঘোষণা কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর

সকল