এইউবির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- সাভার (ঢাকা) সংবাদদাতা
- ০৫ জানুয়ারি ২০২৫, ০২:৪৫
সাভারের আশুলিয়ায় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের নিজস্ব ক্যাম্পাসে ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর মাসব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। দিনের এ কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, কেক কাটা ও বিতরণ, মধ্যাহ্ন ভোজ ও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান।
উদ্বোধন শেষে সকাল পৌনে ১০টায় প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক ও এইউবি ভিসি ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান, ডিন, সিন্ডিকেট সদস্য, ট্রাস্টি সদস্য, বিভাগীয় প্রধান, শিক্ষক/কর্মকর্তা/কর্মচারী ও শুভাকাক্সিক্ষদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু সংযোগ সড়ক প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাস চত্বরে এসে শেষ হয়। পরে কুরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা অনুষ্ঠান। ভিসি প্রফেসর ড. শাহজাহান খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেকসহ আরো অনেকে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা