বাংলার দিগন্ত সংক্ষিপ্ত সংবাদ
- ০৫ জানুয়ারি ২০২৫, ০২:৪৫
শিক্ষা উপকরণ বিতরণ
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার আদমদীঘি উপজেলার সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে গতকাল সকাল ১০টায় উপজেলা জামায়াতের অফিসে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আদমদীঘি সদর ইউনিয়ন জামায়াতের আমির ইদ্রিস আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি রশিদুল ইসলাম রিপনের সঞ্চালনায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির হাফেজ আতোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আদমদীঘি উপজেলা শাখার সভাপতি আহসান হাবীব পল্টু, সেক্রেটারি ফরিদুল ইসলাম, যুব বিভাগের ইউনিয়ন সভাপতি আহসাব হাবীব তুহিন প্রমুখ।
লাশ উদ্ধার
কালাই (জয়পুরহাট) সংবাদদাতা
জয়পুরহাটের কালাই উপজেলার করিমপুর গ্রামের বাসিন্দা ও বেগুনগ্রাম ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুল মালেকের (৬৭) লাশ গত শুক্রবার স্থানীয় একটি আলুর ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান, আব্দুল মালেক বৃহস্পতিবার বিকেলে আলুর ক্ষেতে সার ছিটাতে যান। এরপর আর বাড়ি ফিরেননি। পরিবারের দাবি তাকে হত্যা করেছে। কালাই থানা ওসি জাহিদ হাসান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাটে হাসপাতালে পাঠানো হয়েছে।
পিঠা উৎসব
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের এনায়েতপুরে গত শুক্রবার সকালে গোপীনাথপুর নূরে মদিনা নূরানিয়া হাফিজিয়া মাদরাসার আয়োজনে ও সমাজসেবক হাজী গোলাম মওলা মাসুমের পৃষ্ঠপোষকতায় পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ক্ষুদে শিক্ষার্থীদের সাথে চিতই পিঠা, দুধচিতই, মালাইপিঠা, পাকন পিঠাসহ অন্যান্য সুস্বাদু পিঠার পরিচয় করিয়ে দেয়া হয়। এ উৎসবে মাদরাসা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, পৃষ্ঠপোষক হাজী গোলাম মওলা মাসুম, সমাজসেবক মোশারফ হোসেন মিলন, মুহতামিম মাওলানা আব্দুল ওয়াদুদ, হাজী আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।
ইটভাটায় জরিমানা
ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা
ভ্রাম্যমাণ আদালত গত বৃহস্পতিবার বিকেলে খুলনার ডুমুরিয়ায় তিনটি ইটভাটাকে নানা অনিয়মের অভিযোগে সাড়ে সাত লাখ টাকা জরিমানা আদায় করেছে। আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুর রহমান। তারা এসবি ব্রিকসকে দুই লাখ টাকা, এনকেবি ব্রিকসকে পাঁচ লাখ টাকা এবং সেতু ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপজেলা ভূমি অফিসের পেশকার শামিমুর রহমানসহ ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের মিলনমেলা
সিংড়া (নাটোর) সংবাদদাতা
নাটোরের সিংড়ায় এসএসসি ৯২ ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার পৌরসভা কনফারেন্স হলরুমে ঢাকা, রাজশাহী, বগুড়া, রংপুর, কুষ্টিয়াসহ দেশ-বিদেশে কর্মরত এসএসসি ৯২ সিংড়া ব্যাচের শতাধিক বন্ধু অংশগ্রহণ করেন। সভায় এসএসসি ৯২ সিংড়া ব্যাচের শিক্ষার্থী রফিকুল ইসলাম বুলেটের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমান মুকুল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রকৌশলী বজলুর রহমান, সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজের সাবেক ভিপি মাসুদ রানা, সিংড়া দমদমা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকারিয়া মাসুদ প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ
দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা
ফেনীর দাগনভূঞা উপজেলা ছাত্র শিবিরের সিলোনীয়া মডেল শাখার উদ্যোগে ৪০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে গত শুক্রবার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সিলোনীয়া আল ফালাহ পাঠাগারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দাগনভূঞা উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং জায়লস্কর ইউনিয়ন আমির মাওলানা সাইফুল ইসলাম। শিবিরের সিলোনীয়া মডেল শাখার সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন শিবিরের ফেনী জেলা শাখার সাহিত্য সম্পাদক নাজমুল ইসলাম।
মানববন্ধন
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমানের অপসারণের দাবিতে গত বৃহস্পতিবার দুপুরে শিয়ালকাঠী চৌরাস্তায় এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মেহেদী হাসান রুবেল, শাহীন আকন, নজরুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, যুবদল নেতা নজরুল ইসলাম পনু, মোসলেম আলী মোল্লা, মাইনুল ইসলাম চুন্নু, পারভীন বেগম প্রমুখ। এ ব্যাপারে চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান বলেন, মানববন্ধনে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা