চা উৎপাদনে কুলাউড়ার ২৬টি বাগানের শীর্ষে ইস্পাহানি গ্রুপের গাজীপুর চা বাগান
- ময়নুল হক পবন কুলাউড়া (মৌলভীবাজার)
- ০৪ জানুয়ারি ২০২৫, ০০:০০
চা উৎপাদনে কুলাউড়ার ২৬টি বাগানের শীর্ষে ইস্পাহানি গ্রুপের মালিকানাধীন গাজিপুর চা বাগান। চলতি অর্থ বছরে ১২ লাখের ওপরে চা উৎপাদন করেছে এ বাগানটি। রেকর্ড পরিমান চা উৎপাদনের ফলে বাগানের কয়েক হাজার চা শ্রমিক ও কর্মকর্তা কর্মচারীর মধ্যে আনন্দ উদ্দীপনা বিরাজ করছে।
চা-বাগান সূত্রে জানা যায়, বৃষ্টির অপেক্ষা না করে কৃত্রিম পদ্ধতিতে সেচের ব্যবস্থা, নতুন প্ল্যান্টেশন, যথা সময়ে রোগ প্রতিরোধে ব্যবস্থা নেয়াসহ সংশ্লিষ্টদের দিন-রাত পরিশ্রমের ফলে চলতি বছর এ বাগানটিতে বাম্পার ফলন এবং বর্তমান চায়ের মার্কেটে গাজীপুরের চা পাতা ভাল মূল্যও পেয়েছে।
জানা যায়, ১৮৯২ সালে গাজীপুর চা-বাগানটি প্রতিষ্ঠিত হয়। বাগানটির মালিকানা রয়েছে এম এম ইস্পাহানি লিমিটেড। বাগানের আয়তন দুই হাজার ৫৬.৮৪ একর। শ্রমিক সংখ্যা দুই হাজার ৫০০ জন। নিয়মিত শ্রমিক এক হাজার ৭০০ জন। শত শত কর্মকর্তা কর্মচারী বাগানে কাজ করছেন। এ ছাড়াও চা-বাগানটির একটি বিশেষ বৈশিষ্ট হলো সুউচ্চ গগন টিলা যা সমতল থেকে প্রায় এক হাজার ফুট উঁচু টিলার ওপরে দৃষ্টিনন্দন ভিআইপি বাংলো রয়েছে। যা দেখতে প্রতিদিন শতশত পর্যটক ভীড় জমান। উঁচু বাংলো থেকে হাকালুকি হাওড়সহ কয়েকটি উপজেলার সৌন্দর্য দেখেন আগত পর্যটকরা। উঁচু বাংলোর এক কিলোমিটার রাস্তার দু’পাশে ফুলে ফুলে শোভিত। বাংলোর নিচে একটি হ্রদ এবং শাপলা ফুলের দীঘি রয়েছে যা পর্যটকদের দারুণভাবে আকৃষ্ট করে।
এ ব্যাপারে গাজীপুর চা-বাগানের ডেপুটি ম্যানেজার জাবের আলী শাহ জানান, উপজেলার ২৬টি চা-বাগানের মধ্যে গাজীপুর চা-বাগান এবার সবচেয়ে বেশি চা উৎপাদন করেছে। যার পরিমাণ ১২ লাখ ৫ হাজার ১শ’ কেজি। আমাদের বাগানে প্রায় ১শ’ ৩২ বছরের রেকর্ড ভঙ্গ করলো এবার। দুই হাজার ৫৬ একর আয়তনবিশিষ্ট এ চা-বাগানের উৎপাদন বাড়াতে আমরা নানামূখী উদ্যোগ গ্রহণ করি। বিশেষ করে সময়মতো রোগবালাই প্রতিরোধ, প্লাকিং, ড্রেন ওয়ার্ক ও কৃত্রিম সেচের ব্যবস্থা গ্রহণের ফলে রেকর্ড পরিমাণ উৎপাদনে সহায়ক হয়েছে। এ ছাড়াও সময়মতো বৃষ্টিপাত হওয়ায় চা উৎপাদনে অতিরিক্ত সুবিধা মিলেছে। আমরা আগামী বছরেও উৎপাদন আরো বাড়ানোর পরিকল্পনা করছি।
বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউটের (শ্রীমঙ্গল) পরিচালক ইসমাইল হোসেন জানান, চা গবেষণা ইন্সটিটিউট বাগানের চা পাতার গুনগত মানউন্নয়নসহ বাগানের সার্বিক চা উৎপাদনে ব্যাপক ভূমিকা পালন করে থাকে। আমাদের গাইড লাইন যে বাগানটি ফলো করে তারাই ভালো করে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা