তিতাসে জলাবদ্ধতায় ৩০০ একর জমিতে বোরোধান চাষ অনিশ্চিত
- তিতাস (কুমিল্লা) সংবাদদাতা
- ০৪ জানুয়ারি ২০২৫, ০০:০০
চলতি বোরোধান আবাদ মৌসুমে জলাবদ্ধতার কারণে কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের উলুকান্দি গ্রামসংলগ্ন বিলের জলাবদ্ধতায় প্রায় ৩০০ একর জমিতে বোরোধান আবাদ সম্পূর্ণ অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফলে প্রান্তিক কৃষকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, বলরামপুর ইউনিয়নের দক্ষিণ আকালিয়া গ্রামের সামনে এবং বাতাকান্দি বাজারের উত্তর পাশ দিয়ে পানি প্রবাহের পথটি অপরিকল্পিতভাবে ভরাট করায় বিল থেকে পানি নামতে পারছে না। যার ফলে উলুকান্দি গ্রামের পশ্চিমের বিলে প্রচণ্ডরকম জলাবদ্ধতার সৃষ্টি হয়।
বিলের পানি সরে না যাওয়ায় বোরোধান চাষ নিয়ে চরম হতাশায় দিন কাটাচ্ছেন সহস্রাধিক প্রান্তিক কৃষক পরিবার।
এলাকার ভুক্তভোগী কৃষকরা জানান, দক্ষিণ আকালিয়া দিয়ে বিলের পানি প্রবাহের মুখ মালিকানা দাবি করে প্রভাবশালী কিছু লোক বালু দিয়ে ভরাট করে ফেলেছে। এতে পানি প্রবাহের মুখ বন্ধ হয়ে যাওয়ায় বিলের প্রায় ৩০০ একর জমি জলাবদ্ধতার কবলে পড়েছে । বিলের জমিগুলোতে কোথাও হাঁটুপানি আবার কোথাও তার চেয়ে বেশি পানি রয়েছে। ফলে কৃষকরা দুই-তিন বছর ধরে বোরোধান এবং সঠিক সময়ে রবি ফসল চাষ করতে পারছে না।।
বলরামপুর ইউপি সদস্য আবুল কালাম আজাদ, কৃষক কাজল ভূঁইয়া, এমদাদ হোসেন, হারুন সিকদারসহ অনেকে বলেন, এ বিলের পানি প্রবাহিত হবার একমাত্র গতিপথ ছিল উত্তর আকালিয়া গ্রামের দক্ষিণ পাশের নালা, সেটি এখন বালু দিয়ে ভরাট করে ফেলেছে। এতে আমিরাবাদ, উলুকান্দি, গাজীপুর, উত্তর ও দক্ষিণ শ্রীনারায়ণকান্দি, বিরামকান্দি, কাপাশকান্দি ও বলরামপুর গ্রামের কমপক্ষে তিনশ’ একর জমি জলাবদ্ধতার কবলে পড়েছে। যথাসময়ে রবিশষ্য ও বোরোধান চাষ করতে পারছি না। তারা স্থানীয় প্রশাসনের দৃষ্টি আর্কষণ করে বলেন, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিলের পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলে সহস্রাধিক কৃষক উপকৃত হবে এবং কৃষিকাজ করে স্বাবলম্বী হবে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন বলেন, কৃষি জমিতে জলাবদ্ধতার অভিযোগ পেলে তা নিরসনে উপজেলার সমন্বয় সভায় উত্থাপন করে নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা