দেশের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ
- নয়া দিগন্ত ডেস্ক
- ০৪ জানুয়ারি ২০২৫, ০০:০০
হিম শীতল বাতাসে কাঁপছে দেশ। বাড়ছে শীতের তীব্রতা। হিমেল বাতাসের সাথে রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা ঢাকা প্রকৃতি। সকালের দিকে সূর্য্যরে দেখা মিললেও বিকেল থেকে ঘন কুয়াশা পড়তে শুরু হয়েছে। ঠাণ্ডায় মানুষজন মানবেতর জীবনযাপন করছে। আর তাই সাধারণ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বিভিন্ন সংগঠন।
বগুড়া অফিস জানায়,বগুড়া সদরের তেলিপুকুরে দুই শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন। গতকাল শুক্রবার মাছুদার রহমান মহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ড জামায়াতের আমির মো: আবু হানিফ, ফেডারেশনের শহর সেক্রেটারি আনোয়ারুল ইসলাম, ইঞ্জিনিয়ার বজলুর রহমান প্রমুখ।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানায়, মুন্সীগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাড়ে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক বাইজিদ শ্রাবণের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন, ছাত্রদল কেন্দ্র কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুজ্জামান চন্দন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মুজিবুর রহমান, বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক এ কে এম গিয়াস উদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ প্রমুখ।
রাঙ্গামাটি প্রতিনিধি জানায়, স্বেচ্ছাসেবী সংস্থা আর্ন অ্যান্ড লিভ এর উদ্যোগে রাঙ্গামাটি শহরের ১০০ জন প্রতিবন্ধী ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার রাঙ্গামাটি শিশু নিকেতন স্কুল মাঠে এসব বিতরণ করেন প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, দৈনিক রাঙ্গামাটি পত্রিকার সম্পাদক ও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ আর্ন অ্যান্ড লিভ এর সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন, সিএইচটি টাইম টুয়েন্টি ফোর ডটকম এর সম্পাদক আলমগীর মানিক, আর্ন অ্যান্ড লিভ এর সদস্য ও রাঙ্গামাটি রিপোটার্স ক্লাবের যুগ্ম সম্পাদক মো: সোহরাওয়ার্দী সাব্বির প্রমুখ।
শরীয়তপুর প্রতিনিধি জানায়, অসহায় ও দুস্থ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি শরীয়তপুর। শুক্রবার জেলা পুলিশ লাইন্সে ২৩২ দুস্থ নারী-পুরুষ ও শিশুদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। পুলিশ নারী কল্যাণ সমিতির আয়োজনে সংগঠনের সভাপতি কামরুন নাহার পপির সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম, শেখ শরীফুজ্জামান, পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন প্রমুখ। সমিতির শরীয়তপুর সভানেত্রী কামরুন নাহার পপি জানায় জেলায় আরো পাঁচ শতাধিক দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হবে।
পঞ্চগড় প্রতিনিধি জানায়, পঞ্চগড় হিমালয়ের হিম শীতল বাতাসে কাঁপছে। হিমেল বাতাসের সাথে রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা ঢাকা প্রকৃতি। সকালের দিকে সুর্য্যরে দেখা মিললেও বিকেল থেকে ঘন কুয়াশা পড়তে শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। বাতাসের আর্দ্রতার পরিমান ১০০ শতাংশ ছিল। হিম শীতল ঠাণ্ডায় মানুষজন মানবেতর জীবন যাপন করছে। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপাপ্ত কর্মকর্তা জিতন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা