০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`
শেষ হচ্ছে না চুয়াডাঙ্গা পৌর সভার উন্নয়নমূলক কাজ

ঠিকাদারদের গাফিলতিতে দুর্ভোগে নাগরিকরা

বন্ধ হয়ে আছে রাস্তার অর্ধ সমাপ্ত কাজ : নয়া দিগন্ত -

রাজনৈতিক পটপরিবর্তনের পর বন্ধ হয়ে যায় চুয়াডাঙ্গা পৌর সভার চলমান উন্নয়ন প্রকল্পের কাজ। ড্রেন ও রাস্তার কাজ শুরু হওয়ার পর বর্তমানে বন্ধ রয়েছে, আবার কোথাও কাজ এখনো শুরুই হয়নি। এতে দুর্ভোগে পড়েছে জনজীবন। নির্মাণ কাজেও রয়েছে নানা অনিয়মের অভিযোগ। প্রকল্পের আওতায় ড্রেন ও রাস্তার ছয়টি পৃথক কাজের মেয়াদ শেষ হতে আর মাত্র অল্প কয়েকদিন বাকি। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অর্থায়ানে এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।
লোকাল গভার্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গা পৌর এলাকায় রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ শুরু হয়েছিল। প্রকল্পের আওতায় ছয়টি প্যাকেজে রাস্তা ও ড্রেন নির্মাণ হচ্ছিল। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকরা গা ঢাকা দেন। যার ফলে বন্ধ হয়ে যায় উন্নয়নমূলক কাজ। দুর্ভোগে পড়েছে স্থানীয়রা।

এ প্রকল্পের কাজগুলো বাস্তবায়ন করছেন ঝিনাইদহ জেলার আল-আমিন কানস্ট্রাকসন, কাজি মাহাবুবুর রহমান, চুয়াডাঙ্গার মেসার্স সাইফুল ইসলাম, নুরুজ্জামান, মুক্তার আলি ও চুয়াডাঙ্গা জীবননগরের জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২৪ সালের ১১ জুলাই শুরু হওয়া এই কাজ শেষ হওয়ার কথা রয়েছে ২০২৫ সালের ১০ জানুয়ারির মধ্যে। কিন্তু এখন আর নির্ধারিত সময়ের মধ্যে এ কাজ শেষ হওয়ার কোনো সম্ভবনা নেই। প্রকল্পের ছয়টি প্যাকেজে রাস্তা নির্মাণ হচ্ছে প্রায় ৫ দশমিক ৭ কিলোমিটার ও ড্রেন নির্মাণ হচ্ছে প্রায় ২ দশমিক ৪ কিলোমিটার। চুয়াডাঙ্গা পৌর এলাকার কয়েকটি পাড়ায় ড্রেন ও রাস্তা নির্মাণ করা হচ্ছে ছয় কোটি ৪০ লাখ ৫২ হাজার টাকা ব্যয়ে।
চুয়াডাঙ্গা পৌরসভার নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম জানান, রাজনৈতিক কারণে উন্নয়ন কাজ বন্ধ ছিল। ঠিকাদারদের দ্রুত কাজ করার জন্য বলা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement