রূপসী কাপ্তাইয় পর্যটকদের পদচারণায় মুখরিত
- শান্তি রঞ্জন চাকমা রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম)
- ০৩ জানুয়ারি ২০২৫, ০০:০৫
সবুজ পাহাড়ে ঘেরা রূপসী কাপ্তাইয়ে গড়ে ওঠা বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। গতকাল বুধবার ইংরেজি নববর্ষকে বরণ উপলক্ষে প্রচুর পর্যটকের আগমন ঘটেছে। পর্যটকরা পরিবার ও প্রিয়জনকে নিয়ে ভ্রমণ করে আনন্দে মেতে ওঠে। সবুজ পাহাড়ের মাঝ দিয়ে বয়ে চলা কর্ণফুলী নদীর পাড়ে গড়ে ওঠা প্যানোরোমা জুম রেস্তোরাঁ, নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পড হাউজ, পাহাড়িকা পিকনিক স্পট ও কাপ্তাই জীবতলী নেভি ক্যাম্পসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো জমে উঠেছে।
কাপ্তাইয়ের বিভিন্ন পর্যটনকেন্দ্রে সরজমিনে দেখা যায়, সেখানে বিনোদন প্রেমীদের উপচে পড়া ভিড়। বছরের শেষ দিনে কাপ্তাইয়ে হাজারেরও বেশি পর্যটকের আগমন ঘটেছে। ওয়াগগা প্যানোরোমা জুঁম রেস্তোরাঁয় অসংখ্য পর্যটকের আগমন দেখা গেছে। রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা আর্দশ বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল বলেন, আমরা স্কুলের শিক্ষকরা পরিবার নিয়ে কাপ্তাইয়ের বিনোদন স্পটগুলো ভ্রমণ করেছি। দুই পাহাড়ের মাঝে বয়ে গেছে কর্ণফুলী নদী। পাশে গড়ে উঠেছে চা বাগান। খুবই মনোমুগ্ধকর সুন্দর জায়গা।
কাপ্তাই নৌবাহিনী পরিচালিত লেক প্যারাডাইসেও অসংখ্য পর্যটকের আগমন ঘটেছে।। এ সময় চট্টগ্রাম মহানগর এলাকার আগ্রাবাদ হতে বেড়াতে আসা ব্যবসায়ী দম্পতি ইকবাল ও নুসরাত বলেন, এবার বছরের শেষ দিনটায় পরিবার পরিজন নিয়ে কাপ্তাই লেক প্যারাডাইসে ঘুরতে এসেছি। অনেক ভালো লাগছে।
শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পড হাউজে গিয়ে দেখা যায়, এখানেও পর্যটকদের উপচে পড়া ভীড়। পরিবার নিয়ে ঘুরতে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রাজীব নন্দী বলেন, প্রকৃতি তার আপন মাধুরি দিয়ে সাজিয়েছে রেখেছে কাপ্তাইকে। কাপ্তাইয়ের এমন সুন্দর সবুজ পাহাড়, অনিন্দ্য মধুময় কাপ্তাই লেক, লুসাই কন্যা কর্ণফুলির অপরুপ সৌন্দর্য আমাদের হৃদয়কে আন্দোলিত করে।
নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পড হাউজের ম্যানেজার মাসুদ তালুকদার বলেন, গত সপ্তাহ হতে আগামী সপ্তাহ পর্যন্ত আমাদের পড হাউজগুলো রিজার্ভ হয়ে আছে। বছরের শেষ দিন হওয়ায় প্রচুর পর্যটক এসেছে কাপ্তাইয়ে।
কাপ্তাই বনশ্রী পর্যটন কমপ্লেক্সের পরিচালক প্রকৌশলী রুবায়েত আক্তার চৌধুরী বলেন, সঙ্কট কাটিয়ে কাপ্তাই পর্যটন শিল্পে আবারো ঘুরে দাঁড়িয়েছে।
কাপ্তাইয়ের জনপ্রিয় পর্যটন কেন্দ্র লেকশোর, লেকভিউ, রিভার ভিউসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে বছরের শেষ দিন এবং নতুন বছরের শুরুর দিনে প্রতি বছরই প্রচুর পর্যটকের আগমন ঘটে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা