রাবিতে প্রশাসন ভবনে অবরুদ্ধ ২ প্রোভিসি
- রাবি প্রতিনিধি
- ০৩ জানুয়ারি ২০২৫, ০০:০৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন দুই প্রোভিসি।
বৃহস্পতিবার সকাল ১০টায় সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের মূল ফটকে তালা দিলে তারা ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। তারা হলেন, অধ্যাপক ফরিদ উদ্দিন খান (শিক্ষা) এবং হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন (প্রশাসন)।
শিক্ষার্থীদদের দাবিগুলো হলো- পোষ্য কোটা বাতিল, জুলাই বিপ্লবে বিরোধিতাকারী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের শাস্তি ও আওয়ামী লীগের দোসর দুই শিক্ষককে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেয়ায় ভিসি ও রেজিস্ট্রারকে গণক্ষমা চাইতে হবে।
অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, আমি যে ভেতরে আটকা পড়ে আছি তেমনটা নয়। আমি আমার অফিসের কার্যক্রমগুলো পরিচালনা করছি। শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমি বলব যেকোনো একটা আন্দোলন গণতান্ত্রিক উপায়ে হওয়া উচিত। কারো গণতান্ত্রিক অধিকার খর্ব করে কোনো আন্দোলন করা ঠিক না।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা